খেয়ালীর দুই দিনব্যাপী প্রেমাঞ্জলি অনুষ্ঠান

খেয়ালি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা একেএ কবীরে প্রতি শ্রদ্ধাবনত হয়ে দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ২৩ এবং ২৪ অক্টোবর প্রতিদিন বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। প্রথম দিন একেএ কবীরের লেখা গান, কবিতা, নাটকের অংশ বিশেষ এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। দ্বিতীয় দিন স্বল্পসময়, স্বল্পব্যায়ে চারটি দল নাটক মঞ্চায়ন করবে। নাটকগুলো হলো- খেয়ালি নাট্যগোষ্ঠী ‘যুদ্ধ যুদ্ধ’, মৈত্রী থিয়েটারের ‘চা অথবা কফি’, উৎস নাট্যদলের ‘পতাকায় বঙ্গবন্ধু’।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ , ৬ কার্তিক ১৪২৭, ৪ রবিউল ‍আউয়াল ১৪৪২

খেয়ালীর দুই দিনব্যাপী প্রেমাঞ্জলি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক |

image

খেয়ালি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা একেএ কবীরে প্রতি শ্রদ্ধাবনত হয়ে দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ২৩ এবং ২৪ অক্টোবর প্রতিদিন বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। প্রথম দিন একেএ কবীরের লেখা গান, কবিতা, নাটকের অংশ বিশেষ এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। দ্বিতীয় দিন স্বল্পসময়, স্বল্পব্যায়ে চারটি দল নাটক মঞ্চায়ন করবে। নাটকগুলো হলো- খেয়ালি নাট্যগোষ্ঠী ‘যুদ্ধ যুদ্ধ’, মৈত্রী থিয়েটারের ‘চা অথবা কফি’, উৎস নাট্যদলের ‘পতাকায় বঙ্গবন্ধু’।