আশীষের কথায় মারিয়ার নতুন গান

নতুন গান নিয়ে আসছেন মারিয়া। গানটির কথা লিখেছেন আশীষ দেবরায় এবং গানটির সুর ও কম্পোজিশন করেছেন শান। আশীষ জানান, আমাদের নতুন গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। খুব শিগগির গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আরও কয়েকটি কাজ হবে তবে এই গান দিয়ে আমরা কাজ শুরু করলাম। মারিয়া বলেন, ‘দাদার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আর শান বেশ প্রতিভাবান কম্পোজার ও শিল্পী। আশা করি চমৎকার এক গান উপহার পাবে দর্শক শ্রোতারা।’ মারিয়ার পুরো নাম মরিয়ম বেগম মারিয়া। বর্তমানে তিনি মরিয়ম মারিয়া নামেই

সঙ্গীতাঙ্গনে পরিচিত। মা রিজিয়া খাতুন গান করতেন, মারিয়ার গানের হাতেখড়ি মায়ের কাছেই। মায়ের শখ ছিল মেয়ে বড় হয়ে পড়াশোনার পাশাপাশি গানের শিল্পী হবে তাই ছোটোবেলায় মারিয়াকে ভর্তি করিয়ে দেন বাংলাদেশ শিশু একাডেমির যশোর শাখায়। এখানে গান ছাড়াও মারিয়া শিখতেন নাচ এবং ছবি আঁকা। মাঝে কিছুদিন কচিকণ্ঠের আসরেও গান শিখত শিশুশিল্পী মারিয়া। এরপর অন্তর্ভুক্ত হন যশোর সুর বিতান সঙ্গীত একাডেমিতে। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নজরুল ও উচ্চাঙ্গসঙ্গীতের ওপর প্রশিক্ষণ নেন মারিয়া।

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ , ৮ কার্তিক ১৪২৭, ৬ রবিউল ‍আউয়াল ১৪৪২

আশীষের কথায় মারিয়ার নতুন গান

বিনোদন প্রতিবেদক |

image

নতুন গান নিয়ে আসছেন মারিয়া। গানটির কথা লিখেছেন আশীষ দেবরায় এবং গানটির সুর ও কম্পোজিশন করেছেন শান। আশীষ জানান, আমাদের নতুন গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। খুব শিগগির গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আরও কয়েকটি কাজ হবে তবে এই গান দিয়ে আমরা কাজ শুরু করলাম। মারিয়া বলেন, ‘দাদার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আর শান বেশ প্রতিভাবান কম্পোজার ও শিল্পী। আশা করি চমৎকার এক গান উপহার পাবে দর্শক শ্রোতারা।’ মারিয়ার পুরো নাম মরিয়ম বেগম মারিয়া। বর্তমানে তিনি মরিয়ম মারিয়া নামেই

সঙ্গীতাঙ্গনে পরিচিত। মা রিজিয়া খাতুন গান করতেন, মারিয়ার গানের হাতেখড়ি মায়ের কাছেই। মায়ের শখ ছিল মেয়ে বড় হয়ে পড়াশোনার পাশাপাশি গানের শিল্পী হবে তাই ছোটোবেলায় মারিয়াকে ভর্তি করিয়ে দেন বাংলাদেশ শিশু একাডেমির যশোর শাখায়। এখানে গান ছাড়াও মারিয়া শিখতেন নাচ এবং ছবি আঁকা। মাঝে কিছুদিন কচিকণ্ঠের আসরেও গান শিখত শিশুশিল্পী মারিয়া। এরপর অন্তর্ভুক্ত হন যশোর সুর বিতান সঙ্গীত একাডেমিতে। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নজরুল ও উচ্চাঙ্গসঙ্গীতের ওপর প্রশিক্ষণ নেন মারিয়া।