এফ.এফ.ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ.এফ.ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা যুবকমান্ডের উদ্যোগে গতকাল সচিবালয় লিংক রোড মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিজয় দিবসের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধকালীন ঢাকার কালীগঞ্জ এলাকার কমান্ডার ও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিজয় দিবসের উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের কেন্দ্রীয় নেতা মো. নজরুল ইসলাম, সুবেদার আবদুল ওহাব (বীর প্রতীক) প্রমুখ।

সভায় প্রধান অতিথি ন্যাশনাল এফ.এফ. ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানা। দেশ যখন জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শে এগিয়ে চলেছে তখনই স্বাধীনতাবিরোধী শক্তিরা তৎপর হয়ে ওঠেছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ , ০৭ অগ্রহায়ণ ১৪২৭, ০৭ রবিউস সানি ১৪৪২

এফ.এফ.ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব বার্তা পরিবেশক |

বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ.এফ.ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা যুবকমান্ডের উদ্যোগে গতকাল সচিবালয় লিংক রোড মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিজয় দিবসের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধকালীন ঢাকার কালীগঞ্জ এলাকার কমান্ডার ও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিজয় দিবসের উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের কেন্দ্রীয় নেতা মো. নজরুল ইসলাম, সুবেদার আবদুল ওহাব (বীর প্রতীক) প্রমুখ।

সভায় প্রধান অতিথি ন্যাশনাল এফ.এফ. ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানা। দেশ যখন জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শে এগিয়ে চলেছে তখনই স্বাধীনতাবিরোধী শক্তিরা তৎপর হয়ে ওঠেছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।