বাগেরহাটে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ। গত মঙ্গলবার দিনব্যাপী খুলনা-মংলা সড়কের কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানায় সড়ক বিভাগ জানায়। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলি মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় মঙ্গলবার বিকেলে জানান, সড়কটি চারলেন করার জন্য সড়কের দুই পাশে ১৫ কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। বুধবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনার পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন প্রকার মালামাল অপসারণ করছি।

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ , ০৮ অগ্রহায়ণ ১৪২৭, ০৮ রবিউস সানি ১৪৪২

বাগেরহাটে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ। গত মঙ্গলবার দিনব্যাপী খুলনা-মংলা সড়কের কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানায় সড়ক বিভাগ জানায়। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলি মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় মঙ্গলবার বিকেলে জানান, সড়কটি চারলেন করার জন্য সড়কের দুই পাশে ১৫ কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। বুধবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনার পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন প্রকার মালামাল অপসারণ করছি।