রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রেলওয়ের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশের অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকে উৎসাহিত করার সুপারিশ করে কমিটি। এ সব ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করারও সুপারিশ করা হয়।

বৈঠকে রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া, প্রকল্পগুলোর সময় ও ব্যয় বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়। প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেজন্য দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ ক্রয় ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয় কমিটি। বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়নের সুপারিশ করে কমিটি।

বৈঠকে রেলওয়ের প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এছাড়া, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে তার যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা হয়।

আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর
গণপরিবহনে শৃঙ্খলার জন্য ১১১ সুপারিশ বাস্তবায়ন হবে স্বরাষ্ট্রমন্ত্রী
তিস্তার পানিবণ্টন অচিরেই সীমান্ত হত্যাও শূন্যে আসবে
সমরাস্ত্র বিনিয়োগে আগ্রহী তুরস্ক
কাশ্মীরের স্থানীয় নির্বাচনে মোদিবিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা
দুদকের নজরদারিতে পিকে হালদারের এক বান্ধবী
পঞ্চাশ বছর ধরে ফসলের শত্রু ইঁদুর নিধন করেন
রাজধানীর উপকণ্ঠে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল দুই মেয়র
রাজউক পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ
‘অস্তিত্ব নেই’ এমন এক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সতর্কতা জারি
নির্যাতনে প্রতিবন্ধী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ , ০৮ অগ্রহায়ণ ১৪২৭, ০৮ রবিউস সানি ১৪৪২

রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ

নিজস্ব বার্তা পরিবেশক |

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রেলওয়ের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশের অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকে উৎসাহিত করার সুপারিশ করে কমিটি। এ সব ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করারও সুপারিশ করা হয়।

বৈঠকে রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া, প্রকল্পগুলোর সময় ও ব্যয় বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়। প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেজন্য দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ ক্রয় ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয় কমিটি। বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়নের সুপারিশ করে কমিটি।

বৈঠকে রেলওয়ের প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এছাড়া, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে তার যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা হয়।