‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেল আইসিবি

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা কর্তৃক আয়োজিত ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৯’ এর আওতায় পাবলিক সেক্টর ক্যাটেগরিতে ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গত বৃহস্পতিবার সিএ ভবন অডিটোরিয়ামে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-এর (আইসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন এবং মহাব্যবস্থাপক প্রভাস রঞ্জন রায়ের হাতে ওই পুরস্কার তুলে দেন সাফার সভাপতি মুহাম্মদ ফারুক, সহ-সভাপতি একেএম দেলোয়ার হুসেন, আইসিএবির সাবেক সভাপতি এবং কাউন্সিল আইসিএবির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশসমূহ থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও হিসাব ব্যবস্থার মান উন্নয়নে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রতিবছর এ পুরস্কার প্রদান করে থাকে।

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২

‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেল আইসিবি

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা কর্তৃক আয়োজিত ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৯’ এর আওতায় পাবলিক সেক্টর ক্যাটেগরিতে ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গত বৃহস্পতিবার সিএ ভবন অডিটোরিয়ামে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-এর (আইসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন এবং মহাব্যবস্থাপক প্রভাস রঞ্জন রায়ের হাতে ওই পুরস্কার তুলে দেন সাফার সভাপতি মুহাম্মদ ফারুক, সহ-সভাপতি একেএম দেলোয়ার হুসেন, আইসিএবির সাবেক সভাপতি এবং কাউন্সিল আইসিএবির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশসমূহ থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও হিসাব ব্যবস্থার মান উন্নয়নে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রতিবছর এ পুরস্কার প্রদান করে থাকে।