বেলাব-পোড়াদিয়া ৭ কিমি. রাস্তা বেহাল : দুর্ভোগ চরমে

সংস্কারের অভাবে নরসিংদী জেলার বেলাব উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা পোড়াদিয়া বাজার হতে দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য ­খানাখন্দ তৈরি হয়েছে। গত বর্ষায় এই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছিল। ফলে যাতায়াত করাই দুষ্কর। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পোড়াদিয়া বাজার সংলগ্ন পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চ-িপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পোড়াদিয়া ওয়সিম উদ্দিন খান অনার্স কলেজ হয়ে চন্ডিপাড়া টঙ্গীরটেক মোড়ের বাজার, বাঙ্গালগাঁও, চকমখোলা, ভাবলা গ্রামের মাঝ দিয়ে হাড়িসাংগান এসে বেলাব বাজার সড়কে সংযুক্ত হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশি ১০ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অসংখ্য ট্রাক, প্রাইভেটকার, মালবাহী গাড়ি-লড়ি অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন। এ অঞ্চলের মানুষের কৃষিপণ্য, সবজি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এ রাস্তায়ই বহন করা হয়।

খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হরহামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। জনগণ ও ব্যবসায়ীদের অভিযোগে দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে নেতৃবৃন্দ বা জেলা পরিষদ, স্থানীয় সরকার পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। অথচ এই রাস্তার সংলগ্ন রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য কার্যালয়। প্রতিদিন তাই এই রাস্তার উপরেই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকবছর যাবত স্থানীয়, উপজেলা, জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও এর কোন ফলাফল পাওয়া যায়নি। আসলে এ বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই। দেখারও কেউ নেই। হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিন্টু চন্দ্র দাস ও বাদল খন্দকার বলেন ‘প্রতিদিন ভাবলা থেকে বিভিন্ন যানে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। এ যেন বিভীষিকা। রাস্তায় অসংখ্য গর্ত। যে কোনও সময়ে দুর্ঘটনার সম্ভাবনা আছে।’ ভুক্তভোগী ভাবলার মো. সামসুল হক আফ্রাদ, বাবলু মোল্লা, হাড়িসাংগান গ্রামের প্রহ্লাদ দেবনাথ জানান রাস্তাটি সংস্কারের অভাবে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য, সবজি, খামারের ডিম, মুরগি, ফল ইত্যাদি সঠিক সময়ে বাজারজাত করতে না পেরে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা শীঘ্রই এ রাস্তাটির মেরামত চান। এ গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করেছেন পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইফরানুল হক ভূঁইয়া জামান। তিনি জানান, রাস্তাটি মেরামতের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। আশা করছি শীঘ্রই এর সংস্কার কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী জনাব মো. আরিফুল ইসলাম জানান, রাস্তাটি সংস্কার ও প্রশ্বস্তকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রকল্প প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই এ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার ও প্রশ্বস্তকরণের কাজ শুরু হবে।

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২

বেলাব-পোড়াদিয়া ৭ কিমি. রাস্তা বেহাল : দুর্ভোগ চরমে

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

image

সংস্কারের অভাবে নরসিংদী জেলার বেলাব উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা পোড়াদিয়া বাজার হতে দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য ­খানাখন্দ তৈরি হয়েছে। গত বর্ষায় এই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছিল। ফলে যাতায়াত করাই দুষ্কর। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পোড়াদিয়া বাজার সংলগ্ন পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চ-িপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পোড়াদিয়া ওয়সিম উদ্দিন খান অনার্স কলেজ হয়ে চন্ডিপাড়া টঙ্গীরটেক মোড়ের বাজার, বাঙ্গালগাঁও, চকমখোলা, ভাবলা গ্রামের মাঝ দিয়ে হাড়িসাংগান এসে বেলাব বাজার সড়কে সংযুক্ত হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশি ১০ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অসংখ্য ট্রাক, প্রাইভেটকার, মালবাহী গাড়ি-লড়ি অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন। এ অঞ্চলের মানুষের কৃষিপণ্য, সবজি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এ রাস্তায়ই বহন করা হয়।

খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হরহামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। জনগণ ও ব্যবসায়ীদের অভিযোগে দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে নেতৃবৃন্দ বা জেলা পরিষদ, স্থানীয় সরকার পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। অথচ এই রাস্তার সংলগ্ন রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য কার্যালয়। প্রতিদিন তাই এই রাস্তার উপরেই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকবছর যাবত স্থানীয়, উপজেলা, জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও এর কোন ফলাফল পাওয়া যায়নি। আসলে এ বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই। দেখারও কেউ নেই। হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিন্টু চন্দ্র দাস ও বাদল খন্দকার বলেন ‘প্রতিদিন ভাবলা থেকে বিভিন্ন যানে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। এ যেন বিভীষিকা। রাস্তায় অসংখ্য গর্ত। যে কোনও সময়ে দুর্ঘটনার সম্ভাবনা আছে।’ ভুক্তভোগী ভাবলার মো. সামসুল হক আফ্রাদ, বাবলু মোল্লা, হাড়িসাংগান গ্রামের প্রহ্লাদ দেবনাথ জানান রাস্তাটি সংস্কারের অভাবে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য, সবজি, খামারের ডিম, মুরগি, ফল ইত্যাদি সঠিক সময়ে বাজারজাত করতে না পেরে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা শীঘ্রই এ রাস্তাটির মেরামত চান। এ গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করেছেন পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইফরানুল হক ভূঁইয়া জামান। তিনি জানান, রাস্তাটি মেরামতের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। আশা করছি শীঘ্রই এর সংস্কার কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী জনাব মো. আরিফুল ইসলাম জানান, রাস্তাটি সংস্কার ও প্রশ্বস্তকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রকল্প প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই এ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার ও প্রশ্বস্তকরণের কাজ শুরু হবে।