শিশু সুমন হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার এক নম্বর আসামি মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর শিশু সানমুন নিখোঁজ হয়। পরে তার সৎচাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজায়। তারা সানমুনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকাও তারা নিয়েছে। এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন। তদন্তে অপহরণের সঙ্গে সানমুনের সৎচাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পাওয়া যায়। এ মামলায় এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অপর তিন আসামি রিমান্ডে।

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২

শিশু সুমন হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার এক নম্বর আসামি মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর শিশু সানমুন নিখোঁজ হয়। পরে তার সৎচাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজায়। তারা সানমুনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকাও তারা নিয়েছে। এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন। তদন্তে অপহরণের সঙ্গে সানমুনের সৎচাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পাওয়া যায়। এ মামলায় এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অপর তিন আসামি রিমান্ডে।