পদ্মা সেতু যেন ঐক্যের প্রতীক

যে কোন দেশের উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ কাঠামোর উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেই একটি দেশ উন্নয়নের পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করতে পারে। পদ্মা সেতু চালু হলে প্রথমত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করবে। বিনিয়োগ বাড়বে। দ্বিতীয়ত, কৃষক সরাসরি উপকৃত হবেন। তাদের উৎপাদিত পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাবে। এতে পণ্যের ভালো দাম পাওয়া যাবে। তৃতীয়ত, এ সেতুর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় গড়ে উঠবে ভারী শিল্প কারখানা। ফলে সার্বিকভাবে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) ১ থেকে দেড় শতাংশ বাড়বে। দারিদ্র্যের হার কমবে দশমিক ৮৪ শতাংশ যা বিশ্বের দরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাঙালি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। পদ্মার বুক চিরে দাঁড়িয়ে থাকা সারি সারি পিলারগুলো জাতি হিসেবে আমাদের ঐক্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে।

মুশফিকুর রহমান ইমন

গোপালপুর, টাঙ্গাইল

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ , ১২ পৌষ ১৪২৭, ১১ জমাদিউল আউয়াল ১৪৪২

পদ্মা সেতু যেন ঐক্যের প্রতীক

যে কোন দেশের উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ কাঠামোর উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেই একটি দেশ উন্নয়নের পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করতে পারে। পদ্মা সেতু চালু হলে প্রথমত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করবে। বিনিয়োগ বাড়বে। দ্বিতীয়ত, কৃষক সরাসরি উপকৃত হবেন। তাদের উৎপাদিত পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাবে। এতে পণ্যের ভালো দাম পাওয়া যাবে। তৃতীয়ত, এ সেতুর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় গড়ে উঠবে ভারী শিল্প কারখানা। ফলে সার্বিকভাবে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) ১ থেকে দেড় শতাংশ বাড়বে। দারিদ্র্যের হার কমবে দশমিক ৮৪ শতাংশ যা বিশ্বের দরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাঙালি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। পদ্মার বুক চিরে দাঁড়িয়ে থাকা সারি সারি পিলারগুলো জাতি হিসেবে আমাদের ঐক্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে।

মুশফিকুর রহমান ইমন

গোপালপুর, টাঙ্গাইল