ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালীর মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে নবজাতক শিশুর পিতা অলি উল্লাহ দয়াল গাজী জানান, গত ২১ ডিসেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে প্রসবজনিত কারণে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। দুপুরে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ সন্তান জন্ম দেয়। কিন্তু সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ন দেবনাথ তার বাচ্চাকে একটি ইনজেকশন দিতে চায়। বাচ্চা সুস্থ থাকার কারণে সে ইনজেকশন দিতে বাধা দিলেও সে জোরপূর্বক বাচ্চাকে ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার ১ মিনিটের মাথায় তার বাচ্চার শরীর কাঁপুনি দিয়ে মৃত্যু হয়। এরপর হসপিটাল কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে এবং তার স্বজনদের মারধর করে হসপিটাল থেকে বের করে দেয়। সে ডাক্তার মাহবুবুর রহমান ও ডাক্তার হরিনারায়ন দেবনাথের বিচার দাবি করে মেট্রো হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানায়।

এ সময় অন্য বক্তারা বলেন, নোয়াখালীর অধিকাংশ ডাক্তার সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। কিন্তু কিছু ব্যক্তি ডাক্তার নামের কলঙ্ক। এ পেশার অবমাননা করছেন। তারা চিকিৎসার নামে বাণিজ্য করছে। তারা সুস্থ মানুষকে অর্থের লোভে লাশ করে ফেলছে। দ্রুত এগুলো বন্ধ করতে হবে।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

নোয়াখালীতে

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে নবজাতক শিশুর পিতা অলি উল্লাহ দয়াল গাজী জানান, গত ২১ ডিসেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে প্রসবজনিত কারণে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। দুপুরে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ সন্তান জন্ম দেয়। কিন্তু সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ন দেবনাথ তার বাচ্চাকে একটি ইনজেকশন দিতে চায়। বাচ্চা সুস্থ থাকার কারণে সে ইনজেকশন দিতে বাধা দিলেও সে জোরপূর্বক বাচ্চাকে ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার ১ মিনিটের মাথায় তার বাচ্চার শরীর কাঁপুনি দিয়ে মৃত্যু হয়। এরপর হসপিটাল কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে এবং তার স্বজনদের মারধর করে হসপিটাল থেকে বের করে দেয়। সে ডাক্তার মাহবুবুর রহমান ও ডাক্তার হরিনারায়ন দেবনাথের বিচার দাবি করে মেট্রো হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানায়।

এ সময় অন্য বক্তারা বলেন, নোয়াখালীর অধিকাংশ ডাক্তার সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। কিন্তু কিছু ব্যক্তি ডাক্তার নামের কলঙ্ক। এ পেশার অবমাননা করছেন। তারা চিকিৎসার নামে বাণিজ্য করছে। তারা সুস্থ মানুষকে অর্থের লোভে লাশ করে ফেলছে। দ্রুত এগুলো বন্ধ করতে হবে।