আড়াইশ’ পথশিশুর আধুনিক সুবিধার আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন ‘উত্তরণ ফাউন্ডেশন’। তিনি এ সংগঠনের চেয়ারম্যান। এ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দে ২৫০ অসহায় পথ শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া এলাকায় প্রায় ৪০ শতাংশ জায়গার ওপর এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে স্থাপনা নির্মাণের কাজ। গত শনিবার দুপুরে দিকে আশ্রয়কেন্দ্রের স্থান পরিদর্শনে আসেন ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমি এ অঞ্চলেরই সন্তান। তাই এ এলাকার অসহায় মানুষের জন্য ভাল কিছু করার ইচ্ছে আমার বহুদিনের। উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অসহায় নারী, শিশু, যৌনকর্মী, বেঁদে সম্প্রদায়সহ অবহেলিতদের জন্য নানা কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ হতে এখানে এ আশ্রয় কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এ এলাকার অসহায় শিশুরা থাকা-খাওয়ার সুযোগ পাবে। শিশুদের পড়ালেখা ও স্বাভাবিক বিকাশেরও ব্যবস্থা থাকবে এখানে। তিনি প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সেখানে কয়েকটি গাছের চারা রোপণ করেন। এর আগে আশ্রয়কেন্দ্রস্থলে পৌঁছালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীরসহ অন্যান্যরা ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

ঢাকা রেঞ্জ ডিআইজির মহতী উদ্যোগ

আড়াইশ’ পথশিশুর আধুনিক সুবিধার আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবড়ী)

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন ‘উত্তরণ ফাউন্ডেশন’। তিনি এ সংগঠনের চেয়ারম্যান। এ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দে ২৫০ অসহায় পথ শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া এলাকায় প্রায় ৪০ শতাংশ জায়গার ওপর এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে স্থাপনা নির্মাণের কাজ। গত শনিবার দুপুরে দিকে আশ্রয়কেন্দ্রের স্থান পরিদর্শনে আসেন ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমি এ অঞ্চলেরই সন্তান। তাই এ এলাকার অসহায় মানুষের জন্য ভাল কিছু করার ইচ্ছে আমার বহুদিনের। উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অসহায় নারী, শিশু, যৌনকর্মী, বেঁদে সম্প্রদায়সহ অবহেলিতদের জন্য নানা কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ হতে এখানে এ আশ্রয় কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এ এলাকার অসহায় শিশুরা থাকা-খাওয়ার সুযোগ পাবে। শিশুদের পড়ালেখা ও স্বাভাবিক বিকাশেরও ব্যবস্থা থাকবে এখানে। তিনি প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সেখানে কয়েকটি গাছের চারা রোপণ করেন। এর আগে আশ্রয়কেন্দ্রস্থলে পৌঁছালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীরসহ অন্যান্যরা ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান।