অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হুমকি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের শরিফুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দেয়ায় গ্রামের নিরীহ মানুষদের মারপিটসহ জীবননাশের হুমকি দিয়ে চলেছেন। প্রতিকার চেয়ে সাঘাটা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে শরিফুল ইসলাম বাঙ্গাবাড়ী সেতুর দক্ষিণ পাশে নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে আবাদি জমি, বসতবাড়ি ও বাঙ্গাবাড়ী সেতুটি ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করলে গত ২০ নবেম্বর সহকারী কমিশনার (ভূমি) অবৈধ ড্রেজার মেশিনটি বিনষ্ট করেন। এ ঘটনায় প্রভাবশালী ভালু খেকো শরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে অভিযোগকারীদের মারপিট করাসহ জীবন নাশের হুমকি প্রদান করছে। এমতাবস্থায় বালু খেকো শরিফুলের হাত থেকে বাঁচতে গ্রামবাসীর পক্ষে আনিছুর রহমান মীর আবারো ২৩ ডিসেম্বর ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হুমকি

প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের শরিফুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দেয়ায় গ্রামের নিরীহ মানুষদের মারপিটসহ জীবননাশের হুমকি দিয়ে চলেছেন। প্রতিকার চেয়ে সাঘাটা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে শরিফুল ইসলাম বাঙ্গাবাড়ী সেতুর দক্ষিণ পাশে নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে আবাদি জমি, বসতবাড়ি ও বাঙ্গাবাড়ী সেতুটি ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করলে গত ২০ নবেম্বর সহকারী কমিশনার (ভূমি) অবৈধ ড্রেজার মেশিনটি বিনষ্ট করেন। এ ঘটনায় প্রভাবশালী ভালু খেকো শরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে অভিযোগকারীদের মারপিট করাসহ জীবন নাশের হুমকি প্রদান করছে। এমতাবস্থায় বালু খেকো শরিফুলের হাত থেকে বাঁচতে গ্রামবাসীর পক্ষে আনিছুর রহমান মীর আবারো ২৩ ডিসেম্বর ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।