সৈয়দ শামসুল হকের নামে কৃষি বিশ^বিদ্যালয় নামকরণের দাবি

দেশবরেণ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন গত শনিবার নানা আয়োজনে পালিত হয়েছে। অযতœ আর অবহেলায় চার বছর ধরে লেখকের সমাধিস্থল দেখে সবাই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্যে বক্তারা দ্রুততম সময়ে সমাধীস্থলে কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি কুড়িগ্রামে কৃষি বিশ^বিদ্যালয়ের নাম ‘সৈয়দ শামসুল হক কৃষি বিশ^বিদ্যালয়’ ঘোষণার দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতবছর বই মেলার আয়োজন থাকলেও এ বছর উত্তরবঙ্গ যাদুঘরের উদ্যোগে সমাধিস্থলে লেখকের বিভিন্ন স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

কুড়িগ্রামে জন্মদিনে বক্তারা

সৈয়দ শামসুল হকের নামে কৃষি বিশ^বিদ্যালয় নামকরণের দাবি

প্রতিনিধি, কুড়িগ্রাম

দেশবরেণ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন গত শনিবার নানা আয়োজনে পালিত হয়েছে। অযতœ আর অবহেলায় চার বছর ধরে লেখকের সমাধিস্থল দেখে সবাই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্যে বক্তারা দ্রুততম সময়ে সমাধীস্থলে কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি কুড়িগ্রামে কৃষি বিশ^বিদ্যালয়ের নাম ‘সৈয়দ শামসুল হক কৃষি বিশ^বিদ্যালয়’ ঘোষণার দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতবছর বই মেলার আয়োজন থাকলেও এ বছর উত্তরবঙ্গ যাদুঘরের উদ্যোগে সমাধিস্থলে লেখকের বিভিন্ন স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে।