মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি

অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বরাবর এক স্মারক লিপিতে এই দাবি জানায় সংগঠনটি।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি করা হয়। সে মোতাবেক স্বাস্থ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে গত ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষা নেয়া হয়। এ অবস্থায় এ নিয়োগকে অসৎ উদ্দেশে বিতর্কিত করে নিয়োগ বাতিলের দাবি করে চিহ্নিত দুর্নীতিবাজ চক্র। যারা ইতোপূর্বে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত ছিল। সেই কুচক্রি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই মুষ্টিমেয় কিছু সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্য অধিদফতরের সম্মুখে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের হীনস্বার্থ চারিতার্থ করার জন্য স্বাস্থ্যবিভাগের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সংগঠনের মহাসচিব মো. সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া চালু থাকাকালীন অবস্থায় এই স্বার্থন্বেশী মহলটি স্বেচ্ছাসেবী নামধারীদের মেডিকেল টেকনোলজিস্ট পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেয়ার পায়তারা করতে থাকে। করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই করোনায় কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের পুরস্কৃত তথা স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলে এবং কিছু সংখ্যক মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি নিয়োগ করা হলে তা দেখে প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবক না হয়েও স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবকের নামের তালিকায় অন্তরভুক্তি হওয়ার জন্য হুমরী খেয়ে পরে। যার সংখ্যা কয়েক হাজার এবং সৃজিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদের তুলনায় কয়েকগুণ বেশি, এরা সাবই ভুয়া স্বেচ্ছাসেবক। প্রচলিত নিয়োগবিধি মোতাবেক মেডিকেল টেকনোলজিস্ট পদে স্বেচ্ছাসেবকের নিয়োগের কোন বিধান নাই। তাই মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণপূর্বক এবং স্বেচ্ছাসেবী নামধারীদের সরাসরি নিয়োগ না দেয়ার দাবি জানানো স্মারক লিপিতে।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি

নিজস্ব বার্তা পরিবেশক |

অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বরাবর এক স্মারক লিপিতে এই দাবি জানায় সংগঠনটি।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি করা হয়। সে মোতাবেক স্বাস্থ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে গত ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষা নেয়া হয়। এ অবস্থায় এ নিয়োগকে অসৎ উদ্দেশে বিতর্কিত করে নিয়োগ বাতিলের দাবি করে চিহ্নিত দুর্নীতিবাজ চক্র। যারা ইতোপূর্বে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত ছিল। সেই কুচক্রি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই মুষ্টিমেয় কিছু সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্য অধিদফতরের সম্মুখে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের হীনস্বার্থ চারিতার্থ করার জন্য স্বাস্থ্যবিভাগের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সংগঠনের মহাসচিব মো. সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া চালু থাকাকালীন অবস্থায় এই স্বার্থন্বেশী মহলটি স্বেচ্ছাসেবী নামধারীদের মেডিকেল টেকনোলজিস্ট পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেয়ার পায়তারা করতে থাকে। করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই করোনায় কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের পুরস্কৃত তথা স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলে এবং কিছু সংখ্যক মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি নিয়োগ করা হলে তা দেখে প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবক না হয়েও স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবকের নামের তালিকায় অন্তরভুক্তি হওয়ার জন্য হুমরী খেয়ে পরে। যার সংখ্যা কয়েক হাজার এবং সৃজিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদের তুলনায় কয়েকগুণ বেশি, এরা সাবই ভুয়া স্বেচ্ছাসেবক। প্রচলিত নিয়োগবিধি মোতাবেক মেডিকেল টেকনোলজিস্ট পদে স্বেচ্ছাসেবকের নিয়োগের কোন বিধান নাই। তাই মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণপূর্বক এবং স্বেচ্ছাসেবী নামধারীদের সরাসরি নিয়োগ না দেয়ার দাবি জানানো স্মারক লিপিতে।