পুলিশে মাদকাসক্তের কোন স্থান নেই আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমদ বলেছেন, মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ডোপ টেস্ট শুরু করেছি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই। পুলিশ বাহিনীতে মাদকাসক্ত পুলিশ সদস্যের কোন স্থান নেই। গতকাল দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেইজ ও হ্যালো আরএমপি অ্যাপে’র উদ্বোধনী অনুষ্ঠানের পর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভাষণ দেন।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুছ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী শহরব্যাপী সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ আরএমপির সদর দফতরে আরএমপির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আইজিপি।

অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিানার দিন বদলের নন্দিত সনদ ‘রূপকল্প- ২০৪১’ গুরুত্বের সঙ্গে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার অংশ হিসেবে আরএমপির অপরাধ ও অপরাধ চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়া সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত অপরাধী শনাক্তসহ আরএমপির আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ

কিশোর অপরাধ দমনে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক কিশোর গ্যাং-এর বিস্তারিত তথ্য সম্বলিত ‘ডিজিটাল ডাটাবেজ’-এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ইনোভেটিভ আইডিয়াটি’র নামের ওই ডাটাবেজের সুফল ইতোমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। এতে কিশোর অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত, বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবিসহ প্রয়োজনীয় অন্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে ‘ডিজিটাল ডাটাবেজ’ তৈরি করা হয়েছে। বিশেষ করে কিশোর অবস্থায় যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং করা হচ্ছে যেন ভবিষ্যতে কোন কিশোর ভুল পথে না যায়।

হ্যালো আরএমপি অ্যাপ

‘হ্যালো আরএমপি’ অ্যাপের মাধ্যমে আরএমপির কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যায়। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা যেমন- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরি সেবাসমূহ এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বে মহামারী রূপ নেয়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর জরুরিসেবা সংক্রান্ত বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপ থেকে আরএমপির সব কর্মকর্তার ফোন নম্বর, মোবাইল নম্বার ও ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। এছাড়া এই অ্যাপ-এর মাধ্যমে আরএমপির ওয়েবপোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।

আরও খবর
বিএনপির রাজনীতি কচ্ছপের মতো কাদের
তথ্য ও প্রযুক্তির সুফল অর্থনীতির চালিকাশক্তি স্থানীয় সরকারমন্ত্রী
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি
বিমানের ড্যাশ ৮-৪০০ ধ্রুবতারা উড়োজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান
পুলিশের ডিআইজি হলেন ১১ কর্মকর্তা
সরকারি চাকরিতে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্টের নির্দেশ
মামলায় সাক্ষ্য দিলেন আরও দু’জন
বিকাশ একাউন্ট আপডেট দেয়ার নামে জালিয়াতি
কুমিল্লায় জলাবদ্ধতা নিরূপণে ড্রোন
দিন বদলায়, চরের মানুষের জীবন বদলায় না
৬০ কার্যদিবসের মামলা ৭ বছরেও শেষ হয় না বিলস

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

পুলিশে মাদকাসক্তের কোন স্থান নেই আইজিপি

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমদ বলেছেন, মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ডোপ টেস্ট শুরু করেছি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই। পুলিশ বাহিনীতে মাদকাসক্ত পুলিশ সদস্যের কোন স্থান নেই। গতকাল দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেইজ ও হ্যালো আরএমপি অ্যাপে’র উদ্বোধনী অনুষ্ঠানের পর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেনসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভাষণ দেন।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুছ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী শহরব্যাপী সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ আরএমপির সদর দফতরে আরএমপির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আইজিপি।

অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিানার দিন বদলের নন্দিত সনদ ‘রূপকল্প- ২০৪১’ গুরুত্বের সঙ্গে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার অংশ হিসেবে আরএমপির অপরাধ ও অপরাধ চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়া সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত অপরাধী শনাক্তসহ আরএমপির আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ

কিশোর অপরাধ দমনে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক কিশোর গ্যাং-এর বিস্তারিত তথ্য সম্বলিত ‘ডিজিটাল ডাটাবেজ’-এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ইনোভেটিভ আইডিয়াটি’র নামের ওই ডাটাবেজের সুফল ইতোমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। এতে কিশোর অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত, বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবিসহ প্রয়োজনীয় অন্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে ‘ডিজিটাল ডাটাবেজ’ তৈরি করা হয়েছে। বিশেষ করে কিশোর অবস্থায় যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং করা হচ্ছে যেন ভবিষ্যতে কোন কিশোর ভুল পথে না যায়।

হ্যালো আরএমপি অ্যাপ

‘হ্যালো আরএমপি’ অ্যাপের মাধ্যমে আরএমপির কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যায়। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা যেমন- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরি সেবাসমূহ এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বে মহামারী রূপ নেয়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর জরুরিসেবা সংক্রান্ত বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপ থেকে আরএমপির সব কর্মকর্তার ফোন নম্বর, মোবাইল নম্বার ও ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। এছাড়া এই অ্যাপ-এর মাধ্যমে আরএমপির ওয়েবপোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।