মার্কেন্টাইল ব্যাংকের ১৫টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ১৫টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গতকাল এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. গুলশান শাখা, ঢাকা, ২. তেজগাঁও-গুলশান লিংক রোড শাখা, ঢাকা, ৩. এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা, ৪. নারায়ণগঞ্জ শাখা, ৫. কুমিল্লা শাখা, ৬. জুবিলী রোড শাখা, চট্টগ্রাম, ৭. ছাগলনাইয়া শাখা, ফেনী, ৮. খুলনা শাখা, ৯. হাজীগঞ্জ শাখা, চাঁদপুর, ১০. সিলেট শাখা, ১১. সুয়াগঞ্জ শাখা, কুমিল্লা, ১২. রাজনগর এসএমই/কৃষি শাখা, ফেনী, ১৩. দাগনভূঞা শাখা, ফেনী, ১৪. মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী ও ১৫. আমিশাপাড়া এসএমই/কৃষি শাখা, নোয়াখালী। এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

মার্কেন্টাইল ব্যাংকের ১৫টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা উদ্বোধন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ১৫টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গতকাল এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. গুলশান শাখা, ঢাকা, ২. তেজগাঁও-গুলশান লিংক রোড শাখা, ঢাকা, ৩. এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা, ৪. নারায়ণগঞ্জ শাখা, ৫. কুমিল্লা শাখা, ৬. জুবিলী রোড শাখা, চট্টগ্রাম, ৭. ছাগলনাইয়া শাখা, ফেনী, ৮. খুলনা শাখা, ৯. হাজীগঞ্জ শাখা, চাঁদপুর, ১০. সিলেট শাখা, ১১. সুয়াগঞ্জ শাখা, কুমিল্লা, ১২. রাজনগর এসএমই/কৃষি শাখা, ফেনী, ১৩. দাগনভূঞা শাখা, ফেনী, ১৪. মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী ও ১৫. আমিশাপাড়া এসএমই/কৃষি শাখা, নোয়াখালী। এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।