বছরের শেষপ্রান্তে তিন্নী’র নতুন প্রাপ্তি

কিছুদিন আগে সঙ্গীত জীবনের প্রথম পুরস্কারপ্রাপ্তির ঘটনা ঘটেছে সেরাকণ্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নীর জীবনে। গেলো ১০ ডিসেম্বর তিন্নী নবাগত শিল্পী হিসেবে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’এ ভূষিত হন। সেই খুশির মাঝে গত ২৭ ডিসেম্বর বছরের শেষপ্রান্তে এসে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হবার স্বপ্নটাই পূরণ হয়েছে তিন্নির। বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। তার এই তালিকাভুক্ত করণে তার বাবা, মাসহ পরিবারের সবাই বেশ উচ্ছ্বসিত। তিন্নি বলেন, ‘অবশ্যই অনেক অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার বাংলাদেশ টেলিভিশনের আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হওয়া। আমার বাবা, মা আত্মীয় স্বজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তির পর যেমন খুশি হয়েছিলেন ঠিক তেমনি খুশি হয়েছেন সবাই। কিন্তু যে মানুষটি বেঁচে থাকলেও আজ সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটিই নেই আজ। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন স্যার অডিশনের ফরম পূরণ করার শেষ মুহূর্তে এসে বাবাকে বলেছিলেন ফরম পূরণ করতে। তিনি এই সংবাদ না জানালে আমার তালিকাভুক্ত শিল্পী হয়ে উঠা হতো না। তাই এই মুহূর্তে স্যারকে ভীষণ মনে পড়ছে। স্যার আজ আমাদের মাঝে নেই। বেঁচে থাকলে আজ তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।’

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

বছরের শেষপ্রান্তে তিন্নী’র নতুন প্রাপ্তি

image

কিছুদিন আগে সঙ্গীত জীবনের প্রথম পুরস্কারপ্রাপ্তির ঘটনা ঘটেছে সেরাকণ্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নীর জীবনে। গেলো ১০ ডিসেম্বর তিন্নী নবাগত শিল্পী হিসেবে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’এ ভূষিত হন। সেই খুশির মাঝে গত ২৭ ডিসেম্বর বছরের শেষপ্রান্তে এসে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হবার স্বপ্নটাই পূরণ হয়েছে তিন্নির। বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। তার এই তালিকাভুক্ত করণে তার বাবা, মাসহ পরিবারের সবাই বেশ উচ্ছ্বসিত। তিন্নি বলেন, ‘অবশ্যই অনেক অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার বাংলাদেশ টেলিভিশনের আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হওয়া। আমার বাবা, মা আত্মীয় স্বজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তির পর যেমন খুশি হয়েছিলেন ঠিক তেমনি খুশি হয়েছেন সবাই। কিন্তু যে মানুষটি বেঁচে থাকলেও আজ সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটিই নেই আজ। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন স্যার অডিশনের ফরম পূরণ করার শেষ মুহূর্তে এসে বাবাকে বলেছিলেন ফরম পূরণ করতে। তিনি এই সংবাদ না জানালে আমার তালিকাভুক্ত শিল্পী হয়ে উঠা হতো না। তাই এই মুহূর্তে স্যারকে ভীষণ মনে পড়ছে। স্যার আজ আমাদের মাঝে নেই। বেঁচে থাকলে আজ তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।’