সরকারি হাসপাতালে সেবার মান বাড়ান

মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। এই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করেছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যার প্রধান উদ্দেশ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণকে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং তাদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা। কিন্তু বাস্তবে আমরা যা দেখি তা খুবই হতাশাজনক।

সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনার মান যখন অবনতির দিকে, তখনই বেসরকারি খাতের আধিপত্য বেড়েছে। যাদের আর্থিক সামর্থ্য কিছুটা হলেও ভালো, তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে মোটেও ইচ্ছুক নন। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদের অধিকাংশকে শারীরিক পরীক্ষা করাতে হয় বেসরকারি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার থেকে। বেসরকারি খাতের বিস্তারের কারণে মানুষের চিকিৎসা ব্যয় অনেক বেড়েছে।

তবে করোনা মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালগুলো যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন একমাত্র ভরসার জায়গা হয়েছে সরকারি হাসপাতালগুলো। সরকারি হাসপাতালের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেখানে ব্যবস্থাপনার মান উন্নত করা হলে রোগীরা বেসরকারি খাতের উপর নির্ভরশীল হবে না।

সানজিদা ইয়াসমিন লিজা

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

সরকারি হাসপাতালে সেবার মান বাড়ান

মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। এই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করেছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যার প্রধান উদ্দেশ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণকে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং তাদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা। কিন্তু বাস্তবে আমরা যা দেখি তা খুবই হতাশাজনক।

সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনার মান যখন অবনতির দিকে, তখনই বেসরকারি খাতের আধিপত্য বেড়েছে। যাদের আর্থিক সামর্থ্য কিছুটা হলেও ভালো, তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে মোটেও ইচ্ছুক নন। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদের অধিকাংশকে শারীরিক পরীক্ষা করাতে হয় বেসরকারি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার থেকে। বেসরকারি খাতের বিস্তারের কারণে মানুষের চিকিৎসা ব্যয় অনেক বেড়েছে।

তবে করোনা মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালগুলো যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন একমাত্র ভরসার জায়গা হয়েছে সরকারি হাসপাতালগুলো। সরকারি হাসপাতালের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেখানে ব্যবস্থাপনার মান উন্নত করা হলে রোগীরা বেসরকারি খাতের উপর নির্ভরশীল হবে না।

সানজিদা ইয়াসমিন লিজা