সোহানা সাবার রহস্যময় ‘টুইন রিটার্নস’ এলো বিনজে

অভিনেত্রী সোহানা সাবার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’ নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিনজে। দুই জমজ বোনের রহস্যময় মনস্তাত্বিক জীবনের গল্প নিয়ে নির্মিত এ ওয়েব সিরিজটি বিনজের পর্দায় দেখা যাচ্ছে। ওয়েব সিরিজটির প্রযোজনাও করেছেন সাবা। সিরিজটিতে দুই জমজ বোন প্রেমা ও দিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে দেখা যায়, নিজেদের সমস্যা থেকে মুক্তি পেতে জমজ দুই বোন জীবন বদলের সিদ্ধান্ত নেয়। এতে দুজনের সমস্যারও সমাধান হয়। কিন্তু জীবন বদলের খেলায় আর সামঞ্জস্য খুঁজে পায় না। বরং ভিন্ন ধরনের এক সমস্যা নিয়ে আবারও মুখোমুখি হয় দু’বোন। আলোক হাসান পরিচালিত ছয় পর্বের সিরিজিটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, সুষমা সরকার, রিধিস চৌধুরী, রাহাত, দিশা, মনোজ প্রামানিক। সিরিজটিতে রাজীব দত্তের লেখা ‘মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে ও চন্দ্রিকা ভট্টাচার্য। আর ‘পুরলতা’ শিরোনামের গানটির গীতিকার শিবেন নিজেই এতে কণ্ঠ দিয়েছেন।

সিরিজটি সম্পর্কে বিনজের প্রধান আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘টুইন রিটার্নস সব বয়সী দর্শকের কথা চিন্তা করে তৈরি। প্রচলিত গল্পের বাইরে গিয়ে নির্মিত সিরিজটি পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারবেন।’

সিরিজটি স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে হাইয়ার ডেফিনিশন-এইচডি’তে দেখা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কনটেন্টটি উপভোগ করতে গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা করে (ভ্যাট প্রযোজ্য) তিনটি সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে।

টিভির ক্ষেত্রে গ্রাহকদের ৩৯৯৯ টাকায় একটি বিনজে অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস কিনতে হবে। ডিভাইসটি কার্যকর করতে লাগবে এইচডিএমআই পোর্টসহ একটি টিভি এবং ইন্টারনেট সংযোগ। সেবাটির মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

সোহানা সাবার রহস্যময় ‘টুইন রিটার্নস’ এলো বিনজে

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেত্রী সোহানা সাবার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’ নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিনজে। দুই জমজ বোনের রহস্যময় মনস্তাত্বিক জীবনের গল্প নিয়ে নির্মিত এ ওয়েব সিরিজটি বিনজের পর্দায় দেখা যাচ্ছে। ওয়েব সিরিজটির প্রযোজনাও করেছেন সাবা। সিরিজটিতে দুই জমজ বোন প্রেমা ও দিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে দেখা যায়, নিজেদের সমস্যা থেকে মুক্তি পেতে জমজ দুই বোন জীবন বদলের সিদ্ধান্ত নেয়। এতে দুজনের সমস্যারও সমাধান হয়। কিন্তু জীবন বদলের খেলায় আর সামঞ্জস্য খুঁজে পায় না। বরং ভিন্ন ধরনের এক সমস্যা নিয়ে আবারও মুখোমুখি হয় দু’বোন। আলোক হাসান পরিচালিত ছয় পর্বের সিরিজিটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, সুষমা সরকার, রিধিস চৌধুরী, রাহাত, দিশা, মনোজ প্রামানিক। সিরিজটিতে রাজীব দত্তের লেখা ‘মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে ও চন্দ্রিকা ভট্টাচার্য। আর ‘পুরলতা’ শিরোনামের গানটির গীতিকার শিবেন নিজেই এতে কণ্ঠ দিয়েছেন।

সিরিজটি সম্পর্কে বিনজের প্রধান আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘টুইন রিটার্নস সব বয়সী দর্শকের কথা চিন্তা করে তৈরি। প্রচলিত গল্পের বাইরে গিয়ে নির্মিত সিরিজটি পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারবেন।’

সিরিজটি স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে হাইয়ার ডেফিনিশন-এইচডি’তে দেখা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কনটেন্টটি উপভোগ করতে গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা করে (ভ্যাট প্রযোজ্য) তিনটি সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে।

টিভির ক্ষেত্রে গ্রাহকদের ৩৯৯৯ টাকায় একটি বিনজে অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস কিনতে হবে। ডিভাইসটি কার্যকর করতে লাগবে এইচডিএমআই পোর্টসহ একটি টিভি এবং ইন্টারনেট সংযোগ। সেবাটির মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা।