২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যের সব বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে

২০২১ শিক্ষাবর্ষে বিতরণের জন্য সরকারের বিনামূল্যের সব বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। আগামীকাল ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ শিক্ষাবর্ষের সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন। তবে এবার করোনা মহামারীর কারণে নতুন বই বিতরণ উৎসব অন্য বছরের চেয়ে ভিন্ন রকম হবে। ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব হবে ১২ দিনের।

উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের সব বই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যায়ের পৌঁছে গেছে। আগামীকাল প্রধানমন্ত্রী বই উৎসব উদ্বোধনের সঙ্গে সঙ্গে সব বই স্কুল পর্যায়ে বিতরণও সম্পন্ন হবে। প্রথমিক শিক্ষা অধিদফতর থেকে বৃহস্পতিবারের মধ্যে সব বই স্কুল পর্যায়ে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে। কোন স্কুল বই না পেয়ে থাকলে চাহিদা পাওয়ার পর তাদেরও বই দেয়া হবে।

জানা গেছে, ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশে মোট ৩৬ কোটি নতুন পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। এরমধ্যে প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) ৯ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৭১৪ কপি ও প্রাক-প্রাথমিক স্তরের ৬৬ লাখ ৭৯ হাজার ২২২ বই এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর জন্য ব্রেইল বইসহ (৯ হাজার ৫০৪টি) ২৪ কোটি ৪১ লাখ ২২ হাজার ৩৪৯টি পাঠ্যবই ছাপানো হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা স্তরসহ সবমিলিয়ে প্রায় ৩৬ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে।

সংবাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চাহিদার ৯৮ শতাংশ নতুন বই নারায়ণগঞ্জে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। গত বৃহস্পতিবার থেকে স্কুল পর্যায়ে নতুন বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাড়ে ৫শ’ বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এবার জেলায় প্রায় সাড়ে ১৭ লাখ নতুন পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সব স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যমতে, জেলায় মোট ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১২৮টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। জেলায় মোট ৩ লাখ ৬৬ হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সবার হাতে বছরের প্রথম দিন থেকেই বই পৌঁছে যাবে বলে শিক্ষা অফিস আশা করছে।

গতকাল সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে স্কুল পর্যায়ে বই বিতরণ করতে শিক্ষা কর্মকর্তাদের তৎপর দেখা যায়। সেখানে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষকদের হাতে বিনামূল্যের বই বিতরণ করা হয়। শিক্ষকরা স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন। বই বিতরণ কার্যক্রম তদারক করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলসান আরা বেগম, মনির হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যের সব বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে

নিজস্ব বার্তা পরিবেশক |

২০২১ শিক্ষাবর্ষে বিতরণের জন্য সরকারের বিনামূল্যের সব বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। আগামীকাল ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ শিক্ষাবর্ষের সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন। তবে এবার করোনা মহামারীর কারণে নতুন বই বিতরণ উৎসব অন্য বছরের চেয়ে ভিন্ন রকম হবে। ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব হবে ১২ দিনের।

উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের সব বই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যায়ের পৌঁছে গেছে। আগামীকাল প্রধানমন্ত্রী বই উৎসব উদ্বোধনের সঙ্গে সঙ্গে সব বই স্কুল পর্যায়ে বিতরণও সম্পন্ন হবে। প্রথমিক শিক্ষা অধিদফতর থেকে বৃহস্পতিবারের মধ্যে সব বই স্কুল পর্যায়ে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে। কোন স্কুল বই না পেয়ে থাকলে চাহিদা পাওয়ার পর তাদেরও বই দেয়া হবে।

জানা গেছে, ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশে মোট ৩৬ কোটি নতুন পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। এরমধ্যে প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) ৯ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৭১৪ কপি ও প্রাক-প্রাথমিক স্তরের ৬৬ লাখ ৭৯ হাজার ২২২ বই এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর জন্য ব্রেইল বইসহ (৯ হাজার ৫০৪টি) ২৪ কোটি ৪১ লাখ ২২ হাজার ৩৪৯টি পাঠ্যবই ছাপানো হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা স্তরসহ সবমিলিয়ে প্রায় ৩৬ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে।

সংবাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চাহিদার ৯৮ শতাংশ নতুন বই নারায়ণগঞ্জে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। গত বৃহস্পতিবার থেকে স্কুল পর্যায়ে নতুন বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাড়ে ৫শ’ বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এবার জেলায় প্রায় সাড়ে ১৭ লাখ নতুন পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সব স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যমতে, জেলায় মোট ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১২৮টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। জেলায় মোট ৩ লাখ ৬৬ হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সবার হাতে বছরের প্রথম দিন থেকেই বই পৌঁছে যাবে বলে শিক্ষা অফিস আশা করছে।

গতকাল সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে স্কুল পর্যায়ে বই বিতরণ করতে শিক্ষা কর্মকর্তাদের তৎপর দেখা যায়। সেখানে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষকদের হাতে বিনামূল্যের বই বিতরণ করা হয়। শিক্ষকরা স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন। বই বিতরণ কার্যক্রম তদারক করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলসান আরা বেগম, মনির হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।