এ কেমন আড্ডা!

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...’ মান্না দের এ গানটি শুনলেই আড্ডার কথা মনে পড়ে। প্রাণময় আড্ডা মন ভালো করে সবার। আর আড্ডায় যদি প্রিয় মানুষের উপস্থিতি থাকে তবে তো দারুণ ব্যাপার।

ক্লাসের ফাঁকে ভবনের করিডোরে, ক্যান্টিন কিংবা চায়ের দোকানে কিংবা কফিশপে আড্ডা চলবেই। আড্ডায় সময় কীভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। আড্ডা দিতে ভালো লাগে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। অনেকেই সন্ধ্যার পরে চায়ের টং দোকানে আড্ডা আর চায়ের চুমুকে হারিয়ে যায়। ভুলে যায় সারাদিনের ক্লান্তি, অবসাদ।

অফলাইন আড্ডা অনলাইনে বন্দি করে দিয়েছে ক্ষুদ্র এক অনুজীব। যার নাম করোনাভাইরাস। বৈশি^ক এ মহামারীর কারণে মার্চ থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সংকটময় মুহূর্তে স্থবির বন্ধুদের আড্ডা। আড্ডাগুলো হয়ে পড়েছে স্মার্ট ডিভাইস বন্দী। কেউ মোবাইলে, কেউ ল্যাপটপে, কেউ বা আবার কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়ে চলেছে।

আজাহার ইসলাম

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

এ কেমন আড্ডা!

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...’ মান্না দের এ গানটি শুনলেই আড্ডার কথা মনে পড়ে। প্রাণময় আড্ডা মন ভালো করে সবার। আর আড্ডায় যদি প্রিয় মানুষের উপস্থিতি থাকে তবে তো দারুণ ব্যাপার।

ক্লাসের ফাঁকে ভবনের করিডোরে, ক্যান্টিন কিংবা চায়ের দোকানে কিংবা কফিশপে আড্ডা চলবেই। আড্ডায় সময় কীভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। আড্ডা দিতে ভালো লাগে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। অনেকেই সন্ধ্যার পরে চায়ের টং দোকানে আড্ডা আর চায়ের চুমুকে হারিয়ে যায়। ভুলে যায় সারাদিনের ক্লান্তি, অবসাদ।

অফলাইন আড্ডা অনলাইনে বন্দি করে দিয়েছে ক্ষুদ্র এক অনুজীব। যার নাম করোনাভাইরাস। বৈশি^ক এ মহামারীর কারণে মার্চ থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সংকটময় মুহূর্তে স্থবির বন্ধুদের আড্ডা। আড্ডাগুলো হয়ে পড়েছে স্মার্ট ডিভাইস বন্দী। কেউ মোবাইলে, কেউ ল্যাপটপে, কেউ বা আবার কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়ে চলেছে।

আজাহার ইসলাম