নেটওয়ার্ক বিড়ম্বনা

গণ বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক বিড়ম্বনার চিত্র নিত্যদিনের। ২০১৭ সালে ভর্তির পর থেকে আজ পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। প্রায় ৪ হাজার শিক্ষার্থী, দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা এই সমস্যার ভুক্তভোগী।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হলেও ঠিকমতো নেটওয়ার্ক না পাওয়ায় ক্লাস-পরীক্ষা নিতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের। যেসব বিভাগে ওয়াইফাই সমস্যা প্রকট, সেখানে আরও খারাপ অবস্থা। এত বড় প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা শিক্ষার্থী হিসেবে নিজেকে ব্যথিত করে। যদিও গত মাসে বিশ্ববিদ্যালয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনা হালনাগাদকরণে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা আশা করব, সমস্যাটি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

অনিক আহমেদ

শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

নেটওয়ার্ক বিড়ম্বনা

গণ বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক বিড়ম্বনার চিত্র নিত্যদিনের। ২০১৭ সালে ভর্তির পর থেকে আজ পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। প্রায় ৪ হাজার শিক্ষার্থী, দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা এই সমস্যার ভুক্তভোগী।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হলেও ঠিকমতো নেটওয়ার্ক না পাওয়ায় ক্লাস-পরীক্ষা নিতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের। যেসব বিভাগে ওয়াইফাই সমস্যা প্রকট, সেখানে আরও খারাপ অবস্থা। এত বড় প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা শিক্ষার্থী হিসেবে নিজেকে ব্যথিত করে। যদিও গত মাসে বিশ্ববিদ্যালয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনা হালনাগাদকরণে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা আশা করব, সমস্যাটি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

অনিক আহমেদ

শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।