এসএমএসের দিনগুলো

চিঠি আর স্মার্টফোনের সময়ের গ্যাপে আমরা যারা বড় হয়েছি তারা পেয়েছিলাম এসএমএসের দিনগুলো। রীতিমতো চোখ বুজে টাইপ করতাম। কত ছন্দ মিলিয়ে মিলিয়ে, কী মিষ্টি সব কথা থাকতো! ঈদ কার্ডের প্রচলনটা তখনও উঠে যায়নি। ঈদের আগে সব স্টেশনারি দোকান ঈদ কার্ডে ভরে উঠতো। বন্ধুদের জন্য আমরা নিজের হাতেই কার্ড বানাতাম।

তারপর হাতে হাতে চলে আসে স্মার্টফোন। সঙ্গে ছন্দ মিলিয়ে এসএসএম। এভাবেই চলে যায় সোনারঙা দিন।

আকলিমা সোমা

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

এসএমএসের দিনগুলো

image

চিঠি আর স্মার্টফোনের সময়ের গ্যাপে আমরা যারা বড় হয়েছি তারা পেয়েছিলাম এসএমএসের দিনগুলো। রীতিমতো চোখ বুজে টাইপ করতাম। কত ছন্দ মিলিয়ে মিলিয়ে, কী মিষ্টি সব কথা থাকতো! ঈদ কার্ডের প্রচলনটা তখনও উঠে যায়নি। ঈদের আগে সব স্টেশনারি দোকান ঈদ কার্ডে ভরে উঠতো। বন্ধুদের জন্য আমরা নিজের হাতেই কার্ড বানাতাম।

তারপর হাতে হাতে চলে আসে স্মার্টফোন। সঙ্গে ছন্দ মিলিয়ে এসএসএম। এভাবেই চলে যায় সোনারঙা দিন।

আকলিমা সোমা