সড়কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের

সিলেট-জকিগঞ্জ সড়কে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। গতকাল ভোর ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আবদুল জলিলের ছেলে ও মাইক্রোবাস চালক সুনাম আহমদ (২৬) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশুপুত্র হাসান আহমদ (৮)।

নিহতদের মধ্যে হাসান আহমদ দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কলোনির বাসিন্দা। দুর্ঘটনার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুন উড়ে গিয়ে ওই শিশুটির উপর পড়ে। শিশুটি তখন ঘরের বাইরে ছিল। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।

স্থানীয়রা জানায়, পণ্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে ট্রাকের পেছনে নোহা মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস ও ট্রাকের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৪ জন যাত্রী। ঘটনার পর তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯-এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর
প্রধানমন্ত্রী বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন আজ
২০২১ সালের প্রথম সংসদ অধিবেশন ১৮ জানুয়ারি
পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সীমান্তের ওপারে চলে যায়
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ
পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন
ফাইজারের টিকা নিয়েও মার্কিন নার্স করোনায় আক্রান্ত!
নারী ও শিশু নির্যাতন, হত্যা-চুরির ঘটনায় ২০ হাজার মামলা
না’গঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মেয়র আইভি
গণমাধ্যম রাষ্টের চতুর্থ স্তম্ভ : তথ্যমন্ত্রী
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারেনি : কাদের
১৬ শিক্ষকসহ ১৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল
বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

সিলেটে

সড়কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের

প্রতিনিধি, সিলেট

সিলেট-জকিগঞ্জ সড়কে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। গতকাল ভোর ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আবদুল জলিলের ছেলে ও মাইক্রোবাস চালক সুনাম আহমদ (২৬) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশুপুত্র হাসান আহমদ (৮)।

নিহতদের মধ্যে হাসান আহমদ দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কলোনির বাসিন্দা। দুর্ঘটনার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুন উড়ে গিয়ে ওই শিশুটির উপর পড়ে। শিশুটি তখন ঘরের বাইরে ছিল। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।

স্থানীয়রা জানায়, পণ্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে ট্রাকের পেছনে নোহা মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস ও ট্রাকের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৪ জন যাত্রী। ঘটনার পর তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯-এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।