খুলনায় বাড়ছে যানজট

ঢাকা, চট্টগ্রামের মতো বর্তমানে খুলনাতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে এই যানজট অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করে। নগরীর শিববাড়ি, ময়লাপোতা, সাতরাস্তা মোড়, ফেরিঘাট মোড়, পিটিআই মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে যানজটের তীব্রতা বাড়ছে।

ঢাকা ও চট্টগ্রাম শহরে দিনের বেলায় কোন পরিবহন বাস ঢুকতে না পারলেও খুলনায় শহরের মধ্যে অবাধে প্রবেশ করছে ট্রাক ও পরিবহন। নিয়ম অনুযায়ী কোন মহাসড়কে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনসহ তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না।

কিন্তু খুলনার বিভিন্ন সড়ক ও মহাসড়কে তার উল্টো চিত্র। মহাসড়কে চলছে তিন চাকার লেগুনা ও ব্যাটারিচালিত রিকশা। সরকারি নির্দেশ উপেক্ষা করে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন ট্রাক, বাসসহ বিভিন্ন অবৈধ যানবাহন। ফলে যানজটে নাকাল নগরবাসী। যানজট নিরসনে বিকল্প রাস্তা তৈরিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রিয়াদ হোসেন

খুলনা।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

খুলনায় বাড়ছে যানজট

ঢাকা, চট্টগ্রামের মতো বর্তমানে খুলনাতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে এই যানজট অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করে। নগরীর শিববাড়ি, ময়লাপোতা, সাতরাস্তা মোড়, ফেরিঘাট মোড়, পিটিআই মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে যানজটের তীব্রতা বাড়ছে।

ঢাকা ও চট্টগ্রাম শহরে দিনের বেলায় কোন পরিবহন বাস ঢুকতে না পারলেও খুলনায় শহরের মধ্যে অবাধে প্রবেশ করছে ট্রাক ও পরিবহন। নিয়ম অনুযায়ী কোন মহাসড়কে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনসহ তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না।

কিন্তু খুলনার বিভিন্ন সড়ক ও মহাসড়কে তার উল্টো চিত্র। মহাসড়কে চলছে তিন চাকার লেগুনা ও ব্যাটারিচালিত রিকশা। সরকারি নির্দেশ উপেক্ষা করে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন ট্রাক, বাসসহ বিভিন্ন অবৈধ যানবাহন। ফলে যানজটে নাকাল নগরবাসী। যানজট নিরসনে বিকল্প রাস্তা তৈরিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রিয়াদ হোসেন

খুলনা।