ফুলপুরে জমিসহ নতুন ঘর পাবে ৯৭ পরিবার

মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ নতুন ঘর পাওয়ার খবর পেয়ে ফুলপুরের ৯৭ ভূমি ও গৃহহীন পরিবারে বইছে আনন্দের বন্যা।

গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে এসব ঘর আগামী দশই জানুয়ারি হস্তান্তর করার কথা রয়েছে। নির্ধারিত সময়ে ঘরগুলো পুরোদমে চলছে নির্মাণ কাজ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান ও জেলা প্রশাসক মিজানুর রহমান সম্প্রতি নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার সংবাদকে জানান ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমিতে নির্মাণাধীন ৯৭টি একক ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। উপকারভোগী গৃহহীনদের সাথে কথা বলে জানা যায় আগে কুড়ের ঘর বা অন্যের জমিতে ওয়ালা থাকত। প্রধানমন্ত্রী এই উপহারের কথা তারা কোনদিন ভুলবে না বলেও মন্তব্য করে তারা। উল্লেখ্য ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামে ৪৪টি, ভাইটকান্দিতে ৪টি, রহিমগঞ্জে ১০টি ও পয়ারী ইউনিয়নে ৮টিসহ মোট ৯৭টি ঘর জমিসহ গৃহহীনদের মাঝে দেয়া হবে।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার

ফুলপুরে জমিসহ নতুন ঘর পাবে ৯৭ পরিবার

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)

মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ নতুন ঘর পাওয়ার খবর পেয়ে ফুলপুরের ৯৭ ভূমি ও গৃহহীন পরিবারে বইছে আনন্দের বন্যা।

গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে এসব ঘর আগামী দশই জানুয়ারি হস্তান্তর করার কথা রয়েছে। নির্ধারিত সময়ে ঘরগুলো পুরোদমে চলছে নির্মাণ কাজ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান ও জেলা প্রশাসক মিজানুর রহমান সম্প্রতি নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার সংবাদকে জানান ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমিতে নির্মাণাধীন ৯৭টি একক ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। উপকারভোগী গৃহহীনদের সাথে কথা বলে জানা যায় আগে কুড়ের ঘর বা অন্যের জমিতে ওয়ালা থাকত। প্রধানমন্ত্রী এই উপহারের কথা তারা কোনদিন ভুলবে না বলেও মন্তব্য করে তারা। উল্লেখ্য ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামে ৪৪টি, ভাইটকান্দিতে ৪টি, রহিমগঞ্জে ১০টি ও পয়ারী ইউনিয়নে ৮টিসহ মোট ৯৭টি ঘর জমিসহ গৃহহীনদের মাঝে দেয়া হবে।