বিনাদোষে বন্দী আরমানকে মুক্তি ক্ষতিপূরণের নির্দেশ

নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর ধরে কারাবন্দী পল্লবীর বেনারসীর কারিগর মো. আরমানকে এখনই মুক্তি এবং ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে (আইজি) ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ প্রতিপালনের হলফনামা দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আরমানকে গ্রেফতার এবং তার জেল খাটার ঘটনায় চার পুলিশ কর্মকর্তার দায় নিরূপণ এবং দায় থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজিকে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে আগামী ১১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। ওই চার পুলিশ কর্মকর্তা হলেন- পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও মো. রাসেল। তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে ‘ক্লোজ’ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে রায়ে। সেই সঙ্গে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রাখতে।

আরমানের আটকাদেশ অবৈধ এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। আদালতে এ মামলায় শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোজাম্মেল হক ও মাজেদুল কাদের। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। রায়ের পর আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, আরমানকে এখনই মুক্তি ও ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি তৎকালীন চার পুলিশ কর্মকর্তার দায় নিরূপনে তদন্ত কমিটিকে নিরপেক্ষভাবে তদন্ত করতে বলা হয়েছে।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

বিনাদোষে বন্দী আরমানকে মুক্তি ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক |

নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর ধরে কারাবন্দী পল্লবীর বেনারসীর কারিগর মো. আরমানকে এখনই মুক্তি এবং ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে (আইজি) ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ প্রতিপালনের হলফনামা দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আরমানকে গ্রেফতার এবং তার জেল খাটার ঘটনায় চার পুলিশ কর্মকর্তার দায় নিরূপণ এবং দায় থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজিকে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে আগামী ১১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। ওই চার পুলিশ কর্মকর্তা হলেন- পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও মো. রাসেল। তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে ‘ক্লোজ’ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে রায়ে। সেই সঙ্গে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রাখতে।

আরমানের আটকাদেশ অবৈধ এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। আদালতে এ মামলায় শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোজাম্মেল হক ও মাজেদুল কাদের। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। রায়ের পর আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, আরমানকে এখনই মুক্তি ও ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি তৎকালীন চার পুলিশ কর্মকর্তার দায় নিরূপনে তদন্ত কমিটিকে নিরপেক্ষভাবে তদন্ত করতে বলা হয়েছে।