রাজধানীতে অস্ত্রবাজসহ সাড়ে ১৬ হাজার গ্রেফতার

রাজধানীতে করোনা মহামারীর মধ্যেও অস্ত্রবাজ ও মাদক ব্যবসায়ীসহ ১৬ হাজার ৮শ’র বেশি অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদায়ী বছরে গত নভেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে। রাজধানীর বিভিন্ন থানায় এ সংক্রান্ত ১১ হাজার হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি কাটা রাইফেলসহ ১২৯টি আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত বছর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২১৪ জন সন্ত্রাসী ও অস্ত্রবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৭টি বিদেশি পিস্তল, ১৯টি বিদেশি রিভলবার, ২৯টি দেশি পিস্তল, ৩টি শর্টগান, কাটা রাইফেল ৩টি, পাইপগান ৪টি উদ্ধার করেছে। সব মিলিয়ে ১২৯টি অস্ত্র ও ৬৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও গানপাউডারসহ বিভিন্ন ধরনের বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত রাজধানীর বিভিন্ন থানায় ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

গত ১১ মাসে পুলিশ গাড়ি চোর দলের ১৪৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে,তাদের কাছ থেকে ১১টি বাস, ২০টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৭২টি প্রাইভেটকার, ৫৩টি জিপ ও পিকআপ, ২৯টি বেবি ট্যাক্সি এবং অটোরিকশা (সিএনজি, ৬টি ট্যাম্পু ও লেগুনা, ১৭৭টি মোটরসাইকেল এবং ১৮টি মাইক্রোবাসসহ মোট ৩৮৬টি গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ৩১০টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে গত ১১ মাসে ২৮ লাখের বেশি ইয়াবা, ২৯ কেজি হেরোইন, ৩ হাজার ৯শ’ কেজি গাঁজা, ১২ কেজি এমপিটামিন, আইসোপ্রপানন ২১৫ লিটারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১১ হাজার ১১৬টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

১১ মাসে

রাজধানীতে অস্ত্রবাজসহ সাড়ে ১৬ হাজার গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীতে করোনা মহামারীর মধ্যেও অস্ত্রবাজ ও মাদক ব্যবসায়ীসহ ১৬ হাজার ৮শ’র বেশি অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদায়ী বছরে গত নভেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে। রাজধানীর বিভিন্ন থানায় এ সংক্রান্ত ১১ হাজার হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি কাটা রাইফেলসহ ১২৯টি আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত বছর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২১৪ জন সন্ত্রাসী ও অস্ত্রবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৭টি বিদেশি পিস্তল, ১৯টি বিদেশি রিভলবার, ২৯টি দেশি পিস্তল, ৩টি শর্টগান, কাটা রাইফেল ৩টি, পাইপগান ৪টি উদ্ধার করেছে। সব মিলিয়ে ১২৯টি অস্ত্র ও ৬৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও গানপাউডারসহ বিভিন্ন ধরনের বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত রাজধানীর বিভিন্ন থানায় ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

গত ১১ মাসে পুলিশ গাড়ি চোর দলের ১৪৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে,তাদের কাছ থেকে ১১টি বাস, ২০টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৭২টি প্রাইভেটকার, ৫৩টি জিপ ও পিকআপ, ২৯টি বেবি ট্যাক্সি এবং অটোরিকশা (সিএনজি, ৬টি ট্যাম্পু ও লেগুনা, ১৭৭টি মোটরসাইকেল এবং ১৮টি মাইক্রোবাসসহ মোট ৩৮৬টি গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ৩১০টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে গত ১১ মাসে ২৮ লাখের বেশি ইয়াবা, ২৯ কেজি হেরোইন, ৩ হাজার ৯শ’ কেজি গাঁজা, ১২ কেজি এমপিটামিন, আইসোপ্রপানন ২১৫ লিটারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১১ হাজার ১১৬টি মামলা দায়ের করা হয়েছে।