মাধবদীতে থামছে না মাদক ব্যবসা

মাধবদীতে থামছেনা মাদক ব্যবসা থামছেনা। অভিযানের নামে কেবল পুলিশের পকেট ভারি আর বিক্রেতাদের স্থান পরিবর্তন হচ্ছে। এখন ও হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডিল ,গাঁজাসহ সকল দেশি বিদেশি মাদক দ্রব্য। মাধবদীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান চললেও ফলাফল খুবই হতাশাব্যঞ্জক। বালুচচরের ছিদ্দিকের ছেলে ইয়াবার পাইকারি সরবরাহকারী মোমেন এক সাপ্তাহ পূর্বে পুলিশের হাতে ধরা পড়ার ১ ঘণ্টার মধ্যে ছাড়া পায় রহস্যজনক কারনে।

অপর দিকে শিলমান্দী ইউনিয়নের শেখেরচরে জজ মিয়ার ছেলে জাকির, মৃত চানু মিয়ার ছেলে খোরশেদ,কবিরের ছেলে দিলু,সাইদ ওরফে সাইদির ঘরে কলা ক্ষেতে ও এমদাদিয়া মাদ্রাসার পেছনে ব্রহ্মপুত্র মরা গাং এর পাড়ে পুরোদমে রাত দিন চলছে ইয়াবা সেবন ও বিক্রি। একই সঙ্গে বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাঁজা ও বিভিন্ন বোতলজাত দেশীয় মদ এবং বিভিন্ন দেশ থেকে আসা ক্যানজাত মাদক।

এ ছাড়াও ইয়াবাসহ ভারতীয় বোতলজাত মাদক এখন মাধবদীতে খুবই সহজলভ্য। মোবাইল ফোনেও বিক্রি হচ্ছে দেদার্সে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধু লোক দেখানো অভিযান আর পুলিশের আর অর্থ বাণিজ্য নয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিয়ে এলাকার কিশোর ও যুব সমাজকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

মাধবদীতে থামছে না মাদক ব্যবসা

প্রতিনিধি, মাধবদী (নরসিংদী)

মাধবদীতে থামছেনা মাদক ব্যবসা থামছেনা। অভিযানের নামে কেবল পুলিশের পকেট ভারি আর বিক্রেতাদের স্থান পরিবর্তন হচ্ছে। এখন ও হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডিল ,গাঁজাসহ সকল দেশি বিদেশি মাদক দ্রব্য। মাধবদীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান চললেও ফলাফল খুবই হতাশাব্যঞ্জক। বালুচচরের ছিদ্দিকের ছেলে ইয়াবার পাইকারি সরবরাহকারী মোমেন এক সাপ্তাহ পূর্বে পুলিশের হাতে ধরা পড়ার ১ ঘণ্টার মধ্যে ছাড়া পায় রহস্যজনক কারনে।

অপর দিকে শিলমান্দী ইউনিয়নের শেখেরচরে জজ মিয়ার ছেলে জাকির, মৃত চানু মিয়ার ছেলে খোরশেদ,কবিরের ছেলে দিলু,সাইদ ওরফে সাইদির ঘরে কলা ক্ষেতে ও এমদাদিয়া মাদ্রাসার পেছনে ব্রহ্মপুত্র মরা গাং এর পাড়ে পুরোদমে রাত দিন চলছে ইয়াবা সেবন ও বিক্রি। একই সঙ্গে বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাঁজা ও বিভিন্ন বোতলজাত দেশীয় মদ এবং বিভিন্ন দেশ থেকে আসা ক্যানজাত মাদক।

এ ছাড়াও ইয়াবাসহ ভারতীয় বোতলজাত মাদক এখন মাধবদীতে খুবই সহজলভ্য। মোবাইল ফোনেও বিক্রি হচ্ছে দেদার্সে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধু লোক দেখানো অভিযান আর পুলিশের আর অর্থ বাণিজ্য নয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিয়ে এলাকার কিশোর ও যুব সমাজকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।