লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে মঞ্চনাটক

নির্মিত হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে মঞ্চ নাটক। শান্তিনগর থিয়েটার, জয়পুরহাট এর আয়োজনে গত ২৫ ডিসেম্বর দলপ্রধান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে দলের প্রতিষ্ঠাকালীন সব সদস্য, জয়পুরহাটের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং থিয়েটার কর্মকুশলীদের উপস্থিতিতে লিওনার্দো দ্য ভিঞ্চি নাটকটির পা-ুলিপি হস্তান্তরের মধ্যে দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির নাটকের কাজ শুরু হয়। লিওনার্দো দ ভিঞ্চির জীবন ও কর্মআশ্রিত নাটকটির রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিচ্ছে এইচ আর অনিক।

নাটকটির প্রযোজনা অধিকর্তা মিজানুর রহমান বলেন, ‘যার চিত্রকর্ম মোনালিসা বিক্রয়তব্য অর্থ করোনা কালীন সময়ে ফ্রান্সে করনাকালীন অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সক্ষমতা রাখে। সেই শিল্পের শিল্পীকে বর্তমানের আলোয় ফিরে দেখা ছিলো আমাদের একপ্রানের দাবি। নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু ও অভিনেতা নির্দেশক এইচআর অনিক আমাদের ডাকে সাড়া দিয়ে নির্দেশনার কাজটি শুরু করায় আমরা আনন্দিত ও তৃপ্ত।’

নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘আজ থেকে ৫০০ বছর আগে ইতালিতে যাপিত জীবনে লিওনার্দো দ্য ভিঞ্চি অংকিত মোনালিসা এবং দা লাস্ট সাফার চিত্রকর্ম অংকন, শত্রুর হাত থেকে রক্ষাকরণ, অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্পণ, মহামারী প্লেগে এর মধ্যে দাঁড়িয়েও কৃতকর্ম সম্পাদন, মাতৃত্ব বঞ্চিত ভিঞ্চির ক্রন্দন, ফ্রান্সের অবস্থাকালীন অন্তিম সময়ের আবেদন প্রকৃত প্রেক্ষাপট নিয়ে নাটকটি রচনা করেছি’।

নির্দেশক এইচআর অনিক বলেন, ‘আমার নির্দেশনা জীবনে সম্পূর্ণ কঠিনতর চ্যালেঞ্জ জয়পুরহাটের শান্তিনগর থিয়েটারের নাট্যকর্মী কলাকুশলীদের মধ্যে দিয়ে বিশ্বনন্দিত এবং রহস্যম-িত লিওনার্দো দ্য ভিঞ্চিকে জীবন্ত রুপে ফুটিয়ে তোলা।’

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে মঞ্চনাটক

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে মঞ্চ নাটক। শান্তিনগর থিয়েটার, জয়পুরহাট এর আয়োজনে গত ২৫ ডিসেম্বর দলপ্রধান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে দলের প্রতিষ্ঠাকালীন সব সদস্য, জয়পুরহাটের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং থিয়েটার কর্মকুশলীদের উপস্থিতিতে লিওনার্দো দ্য ভিঞ্চি নাটকটির পা-ুলিপি হস্তান্তরের মধ্যে দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির নাটকের কাজ শুরু হয়। লিওনার্দো দ ভিঞ্চির জীবন ও কর্মআশ্রিত নাটকটির রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিচ্ছে এইচ আর অনিক।

নাটকটির প্রযোজনা অধিকর্তা মিজানুর রহমান বলেন, ‘যার চিত্রকর্ম মোনালিসা বিক্রয়তব্য অর্থ করোনা কালীন সময়ে ফ্রান্সে করনাকালীন অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সক্ষমতা রাখে। সেই শিল্পের শিল্পীকে বর্তমানের আলোয় ফিরে দেখা ছিলো আমাদের একপ্রানের দাবি। নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু ও অভিনেতা নির্দেশক এইচআর অনিক আমাদের ডাকে সাড়া দিয়ে নির্দেশনার কাজটি শুরু করায় আমরা আনন্দিত ও তৃপ্ত।’

নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘আজ থেকে ৫০০ বছর আগে ইতালিতে যাপিত জীবনে লিওনার্দো দ্য ভিঞ্চি অংকিত মোনালিসা এবং দা লাস্ট সাফার চিত্রকর্ম অংকন, শত্রুর হাত থেকে রক্ষাকরণ, অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্পণ, মহামারী প্লেগে এর মধ্যে দাঁড়িয়েও কৃতকর্ম সম্পাদন, মাতৃত্ব বঞ্চিত ভিঞ্চির ক্রন্দন, ফ্রান্সের অবস্থাকালীন অন্তিম সময়ের আবেদন প্রকৃত প্রেক্ষাপট নিয়ে নাটকটি রচনা করেছি’।

নির্দেশক এইচআর অনিক বলেন, ‘আমার নির্দেশনা জীবনে সম্পূর্ণ কঠিনতর চ্যালেঞ্জ জয়পুরহাটের শান্তিনগর থিয়েটারের নাট্যকর্মী কলাকুশলীদের মধ্যে দিয়ে বিশ্বনন্দিত এবং রহস্যম-িত লিওনার্দো দ্য ভিঞ্চিকে জীবন্ত রুপে ফুটিয়ে তোলা।’