৭০ পেরিয়ে খালেকুজ্জামান

খালেকুজ্জামান, একাধারে একজন মুক্তিযোদ্ধা, একজন অভিনেতা। টিভি নাটকে তার যাত্রা শুরু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। সেই সময়ে তিনি নায়ক রাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় জীবনের শুরুতে টিভিতে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন খালেকুজ্জামান।

এদিকে নরসিংদীর ডা. কামসুজ্জামান ও শায়েস্তা আক্তার জামান দম্পতির সন্তান খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। আজ ৭০ বছর পূর্ণ করে তিনি ৭১ বছরে পা রাখতে যাচ্ছেন। বিশেষ এই দিনটিতে নেই কোন আয়োজন। ঘরোয়াভাবে এই করোনাকালীন সময়ে তার জন্মদিন উদযাপিত হবে বলে জানান তিনি। খালেকুজ্জামান বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু সেই স্বপ্নতো পূরণ হয়নি, আরো দুঃখ হলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন অভিনেতা হিসেবে রাষ্ট্র আজও কোন মূল্যায়ন করেনি। অথচ নাটকে অভিনয় করে এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আজীবন অভিনয় করে যাওয়ার আগ্রহ রয়েছে আমার।’ খালেকুজ্জামান জানান নাট্যকলা বিষয়ে দেশে প্রথম স্নাতকোত্তর ছাত্রদের একজন তিনি। চলতি বছরে তিনি আগামী ৪ জানুয়ারি থেকে অভিনয়ের কাজ শুরু হবে। বর্তমানে তার অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিক নাটক এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। খালেকুজ্জামানের স্ত্রী সুলতানা মমতাজ একজন সঙ্গীত শিল্পী। তার ছেলে জিসান, মেয়ে মৌরী।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

৭০ পেরিয়ে খালেকুজ্জামান

বিনোদন প্রতিবেদক |

image

খালেকুজ্জামান, একাধারে একজন মুক্তিযোদ্ধা, একজন অভিনেতা। টিভি নাটকে তার যাত্রা শুরু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। সেই সময়ে তিনি নায়ক রাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় জীবনের শুরুতে টিভিতে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন খালেকুজ্জামান।

এদিকে নরসিংদীর ডা. কামসুজ্জামান ও শায়েস্তা আক্তার জামান দম্পতির সন্তান খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। আজ ৭০ বছর পূর্ণ করে তিনি ৭১ বছরে পা রাখতে যাচ্ছেন। বিশেষ এই দিনটিতে নেই কোন আয়োজন। ঘরোয়াভাবে এই করোনাকালীন সময়ে তার জন্মদিন উদযাপিত হবে বলে জানান তিনি। খালেকুজ্জামান বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু সেই স্বপ্নতো পূরণ হয়নি, আরো দুঃখ হলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন অভিনেতা হিসেবে রাষ্ট্র আজও কোন মূল্যায়ন করেনি। অথচ নাটকে অভিনয় করে এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আজীবন অভিনয় করে যাওয়ার আগ্রহ রয়েছে আমার।’ খালেকুজ্জামান জানান নাট্যকলা বিষয়ে দেশে প্রথম স্নাতকোত্তর ছাত্রদের একজন তিনি। চলতি বছরে তিনি আগামী ৪ জানুয়ারি থেকে অভিনয়ের কাজ শুরু হবে। বর্তমানে তার অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিক নাটক এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। খালেকুজ্জামানের স্ত্রী সুলতানা মমতাজ একজন সঙ্গীত শিল্পী। তার ছেলে জিসান, মেয়ে মৌরী।