এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌর শহরের পূর্ব চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার এই ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।

ওসি প্রদীপ বলেন, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। ইউএনও রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি আসলে দুঃখজনক। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তারপরও বিষয়টি আমরা আরও তদন্ত করছি, অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ৪ ডিসেম্বর রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই সময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও খবর
চালসহ নিত্যপণ্যের দাম বাড়ল
নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারার প্রত্যাশা কাদেরের
বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তথ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব মার্কিন রাষ্ট্রদূত
বরিশালে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
উচ্ছৃঙ্খল আচরণে বাধা দেয়ায় কাউন্সিলরের বাসায় হামলা
ফরিদপুরে পল্লী কবির জন্মবার্ষিকী পালিত
কবি আহসান হাবীবের জন্মদিন আজ
বিজিবির আপত্তিতে ভারতীয় সীমান্তে স্থাপনা নির্মাণ বন্ধ
ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
গ্রামীণ সড়কের পাশে দূরত্ব বজায় রেখে পুকুর-নালা খনন করার নির্দেশ
নতুন বছরে করোনা ও স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশের প্রত্যাশা ফখরুলের
গণধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ৪ ধর্ষক
এলইডি লাইট স্থাপন নগরবাসীর জন্য নববর্ষের উপহার মেয়র আতিকুল

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

প্রতিনিধি,ঠাকুরগাঁও

এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌর শহরের পূর্ব চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার এই ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।

ওসি প্রদীপ বলেন, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। ইউএনও রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি আসলে দুঃখজনক। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তারপরও বিষয়টি আমরা আরও তদন্ত করছি, অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ৪ ডিসেম্বর রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই সময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ।