নতুন বছরে পলাশের ‘অনুভূতি’

ব্যান্ড দল ‘অরবিট’ এর ভোকালিস্ট ছিলেন পলাশ। ১৯৯১ সালে এ দলের হয়ে ‘লাল শাড়িরে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ। পাঁচজন সদস্যের সেই ব্যান্ড দলটি এখনো আছে। তবে তারা স্টেজ শোতে নেই। আবার সেই ব্যান্ড দলের দু’জন সদস্য মারাও গেছেন। এককভাবে পলাশের প্রথম গানের অ্যালবাম ছিলো ‘ইতি তুমি স্মৃতি’। পরবর্তীতে পলাশের আরো ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কাল তুমি আমারই ছিলে’, ‘তুমি ভুলে যেতে পারো’, ‘তুমি বড় স্বার্থপর’, ‘ভুল করেছি ভালোবেসে’, ‘মাটির ঘর’, ‘শ্যাম কালিয়া’।

২০২০ সালের শুরুতে এ মিজানের লেখা ও মীর মাসুমের সুর সঙ্গীতে পলাশের শ্রোতাপ্রিয় গান ‘চোখের জল’ প্রকাশ হয়। পলাশ জানান, ২০২১ সালের শুরুর সপ্তাহেই অর্থাৎ আগামী ৭ জানুয়ারি তার নতুন একটি গান প্রকাশিত হবে দেশের শীর্ষস্থানীর একটি অডিও ভিডিও কোম্পানির ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ‘অনুভূতি’। গানটি লিখেছেন আহমেদ জালাল এবং সুর করেছেন তিতাস কাজী। গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। প্রায় দু’মাস আগে সম্রাট আজাদের নির্দেশনায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই শ্রোতা ভক্তদের জন্য নতুন গান প্রসঙ্গে পলাশ বলেন, সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথ চলায় গানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের, অনেক ভালোলাগার। দেশ-বিদেশে আমার গানের ভক্ত আছেন। তাদের জন্যই নতুন বছরে আমি নতুন গান নিয়ে আসছি। ‘অনুভূতি’ খুব চমৎকার একটি গান। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’ খুলনার গাজীর হাটের ছেলে পলাশ। তার দুই কন্যা মাইসা ও মিহান।

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

নতুন বছরে পলাশের ‘অনুভূতি’

বিনোদন প্রতিবেদক |

image

ব্যান্ড দল ‘অরবিট’ এর ভোকালিস্ট ছিলেন পলাশ। ১৯৯১ সালে এ দলের হয়ে ‘লাল শাড়িরে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ। পাঁচজন সদস্যের সেই ব্যান্ড দলটি এখনো আছে। তবে তারা স্টেজ শোতে নেই। আবার সেই ব্যান্ড দলের দু’জন সদস্য মারাও গেছেন। এককভাবে পলাশের প্রথম গানের অ্যালবাম ছিলো ‘ইতি তুমি স্মৃতি’। পরবর্তীতে পলাশের আরো ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কাল তুমি আমারই ছিলে’, ‘তুমি ভুলে যেতে পারো’, ‘তুমি বড় স্বার্থপর’, ‘ভুল করেছি ভালোবেসে’, ‘মাটির ঘর’, ‘শ্যাম কালিয়া’।

২০২০ সালের শুরুতে এ মিজানের লেখা ও মীর মাসুমের সুর সঙ্গীতে পলাশের শ্রোতাপ্রিয় গান ‘চোখের জল’ প্রকাশ হয়। পলাশ জানান, ২০২১ সালের শুরুর সপ্তাহেই অর্থাৎ আগামী ৭ জানুয়ারি তার নতুন একটি গান প্রকাশিত হবে দেশের শীর্ষস্থানীর একটি অডিও ভিডিও কোম্পানির ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ‘অনুভূতি’। গানটি লিখেছেন আহমেদ জালাল এবং সুর করেছেন তিতাস কাজী। গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। প্রায় দু’মাস আগে সম্রাট আজাদের নির্দেশনায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই শ্রোতা ভক্তদের জন্য নতুন গান প্রসঙ্গে পলাশ বলেন, সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথ চলায় গানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের, অনেক ভালোলাগার। দেশ-বিদেশে আমার গানের ভক্ত আছেন। তাদের জন্যই নতুন বছরে আমি নতুন গান নিয়ে আসছি। ‘অনুভূতি’ খুব চমৎকার একটি গান। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’ খুলনার গাজীর হাটের ছেলে পলাশ। তার দুই কন্যা মাইসা ও মিহান।