বাংলাদেশের লাল-সবুজের পতাকা পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে : নাজমুন

মোস্ট ইনফু¬য়েশিয়াল উইমেন অ্যাওয়ার্ড অব বাংলাদেশ পেলেন বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার। গত শুক্রবার বছরের প্রথম দিনে ‘পতাকা কন্যা’ খ্যাত এ পরিব্রাজককে উক্ত পদকে ভূষিত করেন সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি ছিলেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এমএ কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী প্রয়াস।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম বলেন, নাজমুন একজন সংগ্রামী ও সাহসী নারী। তিনি তার স্বপ্নকে বাস্তবে রুপায়িত করছেন বিশ্ব জয়ের মাধ্যমে। তার এ জয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তির সঙ্গে একিভূত হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে নাজমুন নাহার শুনালেন তার বিশ্বভ্রমণের অসাধারণ সব গল্প। যে গল্পে ওঠে এসেছে পৃথিবীর মানুষের কথা, ভিন্ন ভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা।

সড়ক পথে ভ্রমণকারী নাজমুন তার বিশ্বজয়ের গল্পে আরও বলেন, বাংলাদেশের কোটি প্রাণের লাল-সবুজের পতাকাকে পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে। আমার শরীরে ১৪৪ দেশের খাবার, তাপমাত্রা এবং সেসব দেশের মানুষকে কাছে থেকে জানার অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে গেছি, সেখানে শিক্ষার্থীদের কাছে আমার দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছি। দেশে দেশে যুদ্ধ নয়, শান্তির বাণী প্রচার করেছি।

স্বপ্নবাদী নাজমুন তারুণ্যের স্বপ্নের মাঝেই আগামীর পৃথিবীটাকে দেখতে পান। তিনি বলেন, আমি পৃথিবীর সন্তান। পুরো পৃথিবীটাই আমার মা। আমরা সবাই একই ছায়ার নিচে বসবাস করছি। ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে আমাদেরকে মানুষের পরিচয়ে এক পৃথিবীর স্বপ্ন দেখতে হবে। আগামী দিনের তরুণরাই হবে ভবিষ্যৎ পৃথিবীর নির্মাতা।

আবৃত্তিশিল্পী উমেসিং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় আয়োজনে ছিল ‘বিশ্বপরিব্রাজকের কথা ও কবিতা’ শীর্ষক এক মনোজ্ঞ আবৃত্তিপর্ব। এতে আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্য ফারজানা রুমা, নাজিম উদ্দিন, জীবন বড়ুয়া, স্বিগ্ধা বড়ুয়া, মুনমুন ভৌমিক ও ইনান ইলহাম।

জানা গেছে, সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার। পৃথিবীর ইতিহাসে যেসব নারীরা বাধা ডিঙিয়ে বেরিয়ে আসার দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহারের নাম আমরা এখন উচ্চারিত করি। শুধু তাই নয়, তিনি বহু সম্মাননা উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে পেয়েছেন পিচ টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, আর্থ কুইন এওয়ার্ড, জাম্বিয়া সরকারের গভর্নরের কাছ থেকে পেয়েছেন ফ্ল্যাগ গার্ল উপাধি, অনন্যা শীর্ষ দশ আওয়ার্ড, জনটা ইন্টারন্যাশনাল দিয়েছে গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডসহ অনেক উপাধি ও সম্মাননা পেয়েছেন নাজমুন নাহার। নাজমুন নাহার উচ্চতর ডিগ্রি অর্জন করেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে? এবং একজন গবেষক হিসেবে তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস ও এশিয়া বিষয়ে পড়াশোনা করেছেন।

image
আরও খবর
দেশীয় কয়লা উত্তোলন থেকে দূরে থাকা আত্মঘাতী নীতি
নির্বাচন এলে অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি তথ্যমন্ত্রী
বরিশালে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব আবারও বন্ধ
বিতর্কিতরা যাতে কমিটিতে আসতে না পারে দল সচেষ্ট থাকবে কাদের
নারী নেত্রী আয়শা খানমের জীবনাবসান
গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক শওকত ওসমান
নাট্যব্যক্তিত্ব মীর মুজতবা আলীর জন্মোৎসব
দিনাজপুরে শতবর্ষী মঞ্চে নাটক ‘ক্ষত-বিক্ষত’
বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি
কম্পিউটার অপারেটর থেকে এজিএম : আড়াই বছরেও তদন্ত শেষ হয়নি
আশ্রয়হীন ১৫৩৪ পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা
ধর্ষকের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ
গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন চলছে ফখরুল

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

বাংলাদেশের লাল-সবুজের পতাকা পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে : নাজমুন

চট্টগ্রাম ব্যুরো

image

মোস্ট ইনফু¬য়েশিয়াল উইমেন অ্যাওয়ার্ড অব বাংলাদেশ পেলেন বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার। গত শুক্রবার বছরের প্রথম দিনে ‘পতাকা কন্যা’ খ্যাত এ পরিব্রাজককে উক্ত পদকে ভূষিত করেন সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি ছিলেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এমএ কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী প্রয়াস।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম বলেন, নাজমুন একজন সংগ্রামী ও সাহসী নারী। তিনি তার স্বপ্নকে বাস্তবে রুপায়িত করছেন বিশ্ব জয়ের মাধ্যমে। তার এ জয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তির সঙ্গে একিভূত হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে নাজমুন নাহার শুনালেন তার বিশ্বভ্রমণের অসাধারণ সব গল্প। যে গল্পে ওঠে এসেছে পৃথিবীর মানুষের কথা, ভিন্ন ভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা।

সড়ক পথে ভ্রমণকারী নাজমুন তার বিশ্বজয়ের গল্পে আরও বলেন, বাংলাদেশের কোটি প্রাণের লাল-সবুজের পতাকাকে পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে। আমার শরীরে ১৪৪ দেশের খাবার, তাপমাত্রা এবং সেসব দেশের মানুষকে কাছে থেকে জানার অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে গেছি, সেখানে শিক্ষার্থীদের কাছে আমার দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছি। দেশে দেশে যুদ্ধ নয়, শান্তির বাণী প্রচার করেছি।

স্বপ্নবাদী নাজমুন তারুণ্যের স্বপ্নের মাঝেই আগামীর পৃথিবীটাকে দেখতে পান। তিনি বলেন, আমি পৃথিবীর সন্তান। পুরো পৃথিবীটাই আমার মা। আমরা সবাই একই ছায়ার নিচে বসবাস করছি। ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে আমাদেরকে মানুষের পরিচয়ে এক পৃথিবীর স্বপ্ন দেখতে হবে। আগামী দিনের তরুণরাই হবে ভবিষ্যৎ পৃথিবীর নির্মাতা।

আবৃত্তিশিল্পী উমেসিং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় আয়োজনে ছিল ‘বিশ্বপরিব্রাজকের কথা ও কবিতা’ শীর্ষক এক মনোজ্ঞ আবৃত্তিপর্ব। এতে আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্য ফারজানা রুমা, নাজিম উদ্দিন, জীবন বড়ুয়া, স্বিগ্ধা বড়ুয়া, মুনমুন ভৌমিক ও ইনান ইলহাম।

জানা গেছে, সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার। পৃথিবীর ইতিহাসে যেসব নারীরা বাধা ডিঙিয়ে বেরিয়ে আসার দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহারের নাম আমরা এখন উচ্চারিত করি। শুধু তাই নয়, তিনি বহু সম্মাননা উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে পেয়েছেন পিচ টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, আর্থ কুইন এওয়ার্ড, জাম্বিয়া সরকারের গভর্নরের কাছ থেকে পেয়েছেন ফ্ল্যাগ গার্ল উপাধি, অনন্যা শীর্ষ দশ আওয়ার্ড, জনটা ইন্টারন্যাশনাল দিয়েছে গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডসহ অনেক উপাধি ও সম্মাননা পেয়েছেন নাজমুন নাহার। নাজমুন নাহার উচ্চতর ডিগ্রি অর্জন করেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে? এবং একজন গবেষক হিসেবে তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস ও এশিয়া বিষয়ে পড়াশোনা করেছেন।