পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী গ্রেফতার তিনদিনের রিমান্ডে

বিদেশে অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পিকে হালদার) ঘনিষ্ঠজন শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। অর্থপাচারে পিকে হালদেরকে সহযোগিতা ও সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুদক সচিব বলেন, অনুসন্ধানে বের হয়ে এসেছে শংখ ব্যাপারী পিকে হালদারের সহযোগী। তার মাধ্যমে পিকে হালদার তার অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় নিয়েছেন, এমন প্রমাণ পাওয়া যাচ্ছে। যার কারণে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শংখ ব্যাপারী পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। পিকে হালদারের অর্জিত অর্থ এখন তার কাছে আছে। দুদক সচিব আরও বলেন, পিকে হালদারকে গ্রেফতার করার জন্য আগেই ইন্টারপোলের মাধ্যমে সমন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের মাধ্যমে ওয়ারেন্ট জারি করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীর নামে রাজধানীর ধানমন্ডিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। পিকে হালদারের অর্থায়নে এই ফ্ল্যাট কিনেছেন।

এদিকে শংখ ব্যাপারীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকালই তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৯ ডিসেম্বর ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এ আবেদন করেন।

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী গ্রেফতার তিনদিনের রিমান্ডে

বিদেশে অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পিকে হালদার) ঘনিষ্ঠজন শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। অর্থপাচারে পিকে হালদেরকে সহযোগিতা ও সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুদক সচিব বলেন, অনুসন্ধানে বের হয়ে এসেছে শংখ ব্যাপারী পিকে হালদারের সহযোগী। তার মাধ্যমে পিকে হালদার তার অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় নিয়েছেন, এমন প্রমাণ পাওয়া যাচ্ছে। যার কারণে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শংখ ব্যাপারী পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। পিকে হালদারের অর্জিত অর্থ এখন তার কাছে আছে। দুদক সচিব আরও বলেন, পিকে হালদারকে গ্রেফতার করার জন্য আগেই ইন্টারপোলের মাধ্যমে সমন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের মাধ্যমে ওয়ারেন্ট জারি করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীর নামে রাজধানীর ধানমন্ডিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। পিকে হালদারের অর্থায়নে এই ফ্ল্যাট কিনেছেন।

এদিকে শংখ ব্যাপারীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকালই তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৯ ডিসেম্বর ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এ আবেদন করেন।