‘বাড়িয়ে দাও তোমার হাত’

ছয় জেলায় শীতবস্ত্র পেলেন শীতার্ত মানুষ

শীতের প্রকোপে জবুথবু অসহায় মানুষ। একটু উষ্ণতা দিতে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজের বিত্তশালী ও বিভিন্ন সামাজিক সংগঠন। শীতার্তদের হাতে তারা তুলে দিয়েছেন শীতবস্ত্র। বিস্তারিত সংবাদ প্রতিনিধিদের পাঠানো খবরে-

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত রোববার পৌরসভার লাহারকান্দি এলাকায় এসব কম্বল তুলে দেন ট্রাস্টটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময় তিনি বলেন, বিবেকের তাড়না থেকেই আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

জাজিরা

পদ্মা পরিবেষ্টিত শরীয়তপুরের জাজিরায় ভাঙনকবলিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস অব ফিফটিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত সোমবার সিডার চরের প্রায় ৪০টি দুস্থ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দেন এ সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম শাকিল, হাফিজুর রহমান, আশিকুর রহমান, ফ্রেন্ডস অফ ফিফটিন এর সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ।

ফরিদপুর

গত সোমবার ফরিদপুরে তৃতীয়দিনের মতো জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুরের সদর উপজেলায় চার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে ১২টি ইউনিয়নের মধ্যে গত শনিবার ও রোববার আট ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত সোমবার তৃতীয় দিনের কর্মসূচিতে মাচ্চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি, শিল্পপতি এ কে আজাদ। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় সাবেক ক্রেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ।

বাগেরহাট

বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা রিকের উদ্যোগে বাগেরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বাগেরহাট সদরের রিকের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। রিকের এরিয়া ম্যানেজার এসএম হুমাউন কবিরের সভাপতিত্বে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মহব্বত হোসেনসহ রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সাঘাটা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের সহধর্মিনী শেরীফা কাদের বলেছেন, মরহুম পল্লী বন্ধু এরশাদ প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করতেন এবং দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। আমরা তার আদর্শকে ধারণ করে আজ সাঘাটা উপজেলার হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। গত সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা ঘুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আতাউর রহমান আতা জাপা’র একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জর বাস্তা ইউনিয়নের কোনাখোলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গত সোমবার দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জেড এ জিন্নাহ’র সভাপতিত্বে ও বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাজী মো.আশকর আলী সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সধারণ সম্পাদক অহিদুল হক ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।

image
আরও খবর
করোনাকালে বাসকের চাহিদা তুঙ্গে
ডিলার সিন্ডিকেটে সারের কৃত্রিম সঙ্কট : বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক
কুয়াকাটায় পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মানববন্ধন
ডিলার সিন্ডিকেটে সারের কৃত্রিম সঙ্কট : বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক
কুয়াকাটায় পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মানববন্ধন
সৈয়দপুরে দিনরাত কর্মমুখর প্রেসপাড়া : কাগজের দাম বৃদ্ধি
গুরুদাসপুরে প্রার্থী ডিসি-এসপি’র মতবিনিময়
জগন্নাথপুরে রাস্তা কাটা নিয়ে সংঘর্ষ আহত ৫
লালমনিরহাটে কমছে ধানের দাম
কুমিল্লায় মাদক গ্রেফতার চার
ভরা মৌসুমে পিয়াজ আমদানি শঙ্কায় মাদারীপুরের কৃষক
বেলকুচিতে প্রার্থিতা বহাল বিএনপির আলতাফের
কুড়িগ্রামে শরিয়াভিত্তিক বিনিয়োগের নামে ৯ কোটি আত্মসাৎ : বিক্ষোভ
ভোলায় বিদ্যালয়মুখী হচ্ছে ঝরে পড়া ৪২০০ শিক্ষার্থী

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

‘বাড়িয়ে দাও তোমার হাত’

ছয় জেলায় শীতবস্ত্র পেলেন শীতার্ত মানুষ

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

শীতের প্রকোপে জবুথবু অসহায় মানুষ। একটু উষ্ণতা দিতে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজের বিত্তশালী ও বিভিন্ন সামাজিক সংগঠন। শীতার্তদের হাতে তারা তুলে দিয়েছেন শীতবস্ত্র। বিস্তারিত সংবাদ প্রতিনিধিদের পাঠানো খবরে-

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত রোববার পৌরসভার লাহারকান্দি এলাকায় এসব কম্বল তুলে দেন ট্রাস্টটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময় তিনি বলেন, বিবেকের তাড়না থেকেই আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

জাজিরা

পদ্মা পরিবেষ্টিত শরীয়তপুরের জাজিরায় ভাঙনকবলিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস অব ফিফটিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত সোমবার সিডার চরের প্রায় ৪০টি দুস্থ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দেন এ সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম শাকিল, হাফিজুর রহমান, আশিকুর রহমান, ফ্রেন্ডস অফ ফিফটিন এর সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ।

ফরিদপুর

গত সোমবার ফরিদপুরে তৃতীয়দিনের মতো জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুরের সদর উপজেলায় চার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে ১২টি ইউনিয়নের মধ্যে গত শনিবার ও রোববার আট ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত সোমবার তৃতীয় দিনের কর্মসূচিতে মাচ্চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি, শিল্পপতি এ কে আজাদ। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় সাবেক ক্রেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ।

বাগেরহাট

বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা রিকের উদ্যোগে বাগেরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বাগেরহাট সদরের রিকের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। রিকের এরিয়া ম্যানেজার এসএম হুমাউন কবিরের সভাপতিত্বে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মহব্বত হোসেনসহ রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সাঘাটা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের সহধর্মিনী শেরীফা কাদের বলেছেন, মরহুম পল্লী বন্ধু এরশাদ প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করতেন এবং দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। আমরা তার আদর্শকে ধারণ করে আজ সাঘাটা উপজেলার হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। গত সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা ঘুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আতাউর রহমান আতা জাপা’র একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জর বাস্তা ইউনিয়নের কোনাখোলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গত সোমবার দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জেড এ জিন্নাহ’র সভাপতিত্বে ও বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাজী মো.আশকর আলী সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সধারণ সম্পাদক অহিদুল হক ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।