মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে নার্সের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

চরফ্যাশনের দুলারহাট থানার রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের নার্সের ভুল চিকিৎসায় স্বপ্না বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় সন্তান প্রসবের পর অধিক রক্তক্ষরণে অবস্থা সংকটাপন্ন হলে প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত প্রসূতি স্বপ্না আহম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সোহেলের স্ত্রী।

নিহতের স্বামী সোহেল জানান, তার স্ত্রীর প্রসববেদনা শুরু হলে গত বুধবার সন্ধ্যায় দুলারহাট মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে যান। ওই সময় নার্স রাশিদা বেগম তার স্ত্রীকে একাধিক ইনজেকশন পুশ করে সন্তান প্রসব করান। সন্তান প্রসবের পর নার্সের ভুল চিকিৎসায় তার স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র থেকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে যেতে বলেন। চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে রাত ১১টায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, দুলারহাট রেড ক্রিসেন্ট পরিচালিত মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা গ্রামের গর্ভবতী নারীদের ফুঁসলিয়ে সন্তান প্রসব করাতে রাজি করান নার্স রাশিদা বেগম। প্রসব শেষে জিম্মি করে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করে নেন। নাসিং সনদ ছাড়াই ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের নার্স রাশিদা ইনচার্জের দায়িত্ব পালন করে সাধারণ অসহায় মানুষকে জিম্মি করে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। ইতিপূর্বে আরও একাধিক প্রসূতির ও নবযাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে।

অভিযুক্ত রাশিদা বেগম জানান, নার্সিং প্রশিক্ষণ নিয়ে মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আগে থেকেই ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে নারীদের সন্তান প্রসব করানো হয়। স্বপ্না নামের ওই নারী সন্তান প্রসব করাতে আসলে নরমালেই তার সন্তান প্রসব হয়। তার অত্যাধিক রক্তক্ষরণ শুরু হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

চরফ্যাশনে

মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে নার্সের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনের দুলারহাট থানার রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের নার্সের ভুল চিকিৎসায় স্বপ্না বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় সন্তান প্রসবের পর অধিক রক্তক্ষরণে অবস্থা সংকটাপন্ন হলে প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত প্রসূতি স্বপ্না আহম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সোহেলের স্ত্রী।

নিহতের স্বামী সোহেল জানান, তার স্ত্রীর প্রসববেদনা শুরু হলে গত বুধবার সন্ধ্যায় দুলারহাট মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে যান। ওই সময় নার্স রাশিদা বেগম তার স্ত্রীকে একাধিক ইনজেকশন পুশ করে সন্তান প্রসব করান। সন্তান প্রসবের পর নার্সের ভুল চিকিৎসায় তার স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র থেকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে যেতে বলেন। চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে রাত ১১টায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, দুলারহাট রেড ক্রিসেন্ট পরিচালিত মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা গ্রামের গর্ভবতী নারীদের ফুঁসলিয়ে সন্তান প্রসব করাতে রাজি করান নার্স রাশিদা বেগম। প্রসব শেষে জিম্মি করে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করে নেন। নাসিং সনদ ছাড়াই ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের নার্স রাশিদা ইনচার্জের দায়িত্ব পালন করে সাধারণ অসহায় মানুষকে জিম্মি করে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। ইতিপূর্বে আরও একাধিক প্রসূতির ও নবযাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে।

অভিযুক্ত রাশিদা বেগম জানান, নার্সিং প্রশিক্ষণ নিয়ে মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আগে থেকেই ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে নারীদের সন্তান প্রসব করানো হয়। স্বপ্না নামের ওই নারী সন্তান প্রসব করাতে আসলে নরমালেই তার সন্তান প্রসব হয়। তার অত্যাধিক রক্তক্ষরণ শুরু হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।