চলন্ত ট্রেন থেকে ছুড়ে নবজাতক হত্যা

ময়মনসিংহ-জারিয়া নেত্রকোণা রেলপথের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা দক্ষিণপাড়া থেকে গত মঙ্গলবার রাতে সদ্যপ্রসূত পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। জারিয়াগামী ২৭৬নং লোকাল চলন্ত ট্রেন থেকে এ নবজাতককে ছুড়ে মারা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেন।

মইলাকান্দা গ্রামের শামসুদ্দিন মিয়ার পুত্র জুয়েল রানা জানান, মইলাকান্দা গ্রামের দক্ষিণপাড়া হিরু মিয়ার দোকানের সামনে তিনি আড্ডা দিচ্ছেলেন। গৌরীপুর থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭৬ ডাউন চলন্ত লোকাল ট্রেন থেকে হঠাৎ একটি পুটলা ফেলতে দেখেন। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন কাপড়ে মোড়ানো শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের মহিলা ও পুরুষ শিশুটিকে দেখতে ভিড় জমে।

আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার হিরু মিয়া জানান, নবজাতক শিশুটি গেঞ্জি আর পলিথিনে মোড়ানো ছিল। শিশুর মাথার কিছু অংশ থেতলে গেছে। মইলাকান্দা গ্রামের রেজিয়া খাতুন জানান, শিশুটির শরীরে রক্তমাখা ছিল। নাড় ছেড়া ধনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, বাচ্চাটির মাথার চুল খুব সুন্দর তবে নাড়টাও ঠিকমতো গিঁট দেয়া ছিল না। যার কারণে গেঞ্জিটায় রক্তের ছোপছোপ দাগ, একাংশ রক্তে ভিজে আছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. আবদুর রশিদ জানান, জারিয়াগামী লোকাল ট্রেনটি মঙ্গলবার ৫টা ৫২মিনিটে জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

নবজাতক শিশুর খবরটি শোনেছি। তবে এটা শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আওতাধীন। শিশুটিকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন জুলেখা খাতুন। তিনি পূর্বধলা উপজেলার বাসিন্দা। বিয়ের ১৬টি বছর অতিক্রম করেও সন্তানের মুখ দেখতে পারেননি। তিনি বলেন, এই নবজাতক কারও অপকর্মের ফসল, তাকে হত্যা না করে আমার মতো শতশত নিঃসন্তান মা রয়েছে। তাদেরকে দিয়ে দিতো!

খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো. আশরাফ উদ্দিন ভূইয়া ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, গৌরীপুর উপজেলার দক্ষিণ মইলাকান্দা এলাকার রেলওয়ে খুঁটি ৩৩৮/৭-৮ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে নবজাতকে ছুড়ে মেরে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর
বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করল আ’লীগ
’৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ বাংলাদেশের
২০০ পরিবারের জীবিকার মাধ্যম গোলের রস
সরকারি অর্থের অপচয় : সিইসির বিরুদ্ধে তদন্ত দাবি ১০ আইনজীবীর
দেশপ্রিয় যতীন্দ্র মোহনের বাড়ি দখলের চেষ্টায় নেপথ্যে কে?
এসএমপির সব থানার ওসিকে একযোগে বদলির নতুন রেকর্ড
বোরো মৌসুমের সেচ কার্যক্রম শুরু হচ্ছে
অপরিকল্পিত ঢাকা শহরকে বাসযোগ্য করতে সহযোগিতা চান মন্ত্রী
রাজাকারদের উত্তরাধিকারের আ’লীগের মনোনয়ন না দেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের
উপাচার্যের দীর্ঘ অনুপস্থিতি ও দুর্নীতির প্রতিবাদে উপ-উপাচার্যকে অবরুদ্ধ
একটি স্কুলে আয়া নিয়োগে ১০ লাখ টাকা!
করোনা আক্রান্ত রোগীদের বন্ধু ওসি মহসিন

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

চলন্ত ট্রেন থেকে ছুড়ে নবজাতক হত্যা

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহ-জারিয়া নেত্রকোণা রেলপথের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা দক্ষিণপাড়া থেকে গত মঙ্গলবার রাতে সদ্যপ্রসূত পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। জারিয়াগামী ২৭৬নং লোকাল চলন্ত ট্রেন থেকে এ নবজাতককে ছুড়ে মারা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেন।

মইলাকান্দা গ্রামের শামসুদ্দিন মিয়ার পুত্র জুয়েল রানা জানান, মইলাকান্দা গ্রামের দক্ষিণপাড়া হিরু মিয়ার দোকানের সামনে তিনি আড্ডা দিচ্ছেলেন। গৌরীপুর থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭৬ ডাউন চলন্ত লোকাল ট্রেন থেকে হঠাৎ একটি পুটলা ফেলতে দেখেন। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন কাপড়ে মোড়ানো শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের মহিলা ও পুরুষ শিশুটিকে দেখতে ভিড় জমে।

আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার হিরু মিয়া জানান, নবজাতক শিশুটি গেঞ্জি আর পলিথিনে মোড়ানো ছিল। শিশুর মাথার কিছু অংশ থেতলে গেছে। মইলাকান্দা গ্রামের রেজিয়া খাতুন জানান, শিশুটির শরীরে রক্তমাখা ছিল। নাড় ছেড়া ধনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, বাচ্চাটির মাথার চুল খুব সুন্দর তবে নাড়টাও ঠিকমতো গিঁট দেয়া ছিল না। যার কারণে গেঞ্জিটায় রক্তের ছোপছোপ দাগ, একাংশ রক্তে ভিজে আছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. আবদুর রশিদ জানান, জারিয়াগামী লোকাল ট্রেনটি মঙ্গলবার ৫টা ৫২মিনিটে জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

নবজাতক শিশুর খবরটি শোনেছি। তবে এটা শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আওতাধীন। শিশুটিকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন জুলেখা খাতুন। তিনি পূর্বধলা উপজেলার বাসিন্দা। বিয়ের ১৬টি বছর অতিক্রম করেও সন্তানের মুখ দেখতে পারেননি। তিনি বলেন, এই নবজাতক কারও অপকর্মের ফসল, তাকে হত্যা না করে আমার মতো শতশত নিঃসন্তান মা রয়েছে। তাদেরকে দিয়ে দিতো!

খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো. আশরাফ উদ্দিন ভূইয়া ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, গৌরীপুর উপজেলার দক্ষিণ মইলাকান্দা এলাকার রেলওয়ে খুঁটি ৩৩৮/৭-৮ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে নবজাতকে ছুড়ে মেরে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।