তারুণ্যের জয় হোক

নতুন বছরে তারুণ্যের চোখে ভাসছে নতুন নতুন পরিকল্পনা। গত বছরের পাওয়া না-পাওয়ার স্মৃতি ঝেড়ে ফেলে নতুন আশায় বুক বেঁধেছে সবাই। অসম্ভবকে সম্ভব করতে ঝুঁকি নিতে পারে শুধু তারুণ্য। নওজোয়ানদের অসাধ্য কিছু নেই। প্রথা ভাঙায় দুঃসাহস দেখাতে পারে শুধু তরুণেরাই। স্থলে, পানিতে ও মহাকাশে-যে কোন অভিযানে অভিযাত্রী হওয়ার যোগ্য শুধু তরুণেরাই।

শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে তরুণদের উদ্বেগ অনেক বেশি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লেখাপড়ার মান কমে গেছে, শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ কমিয়ে দিয়েছে। তরুণেরা বলছেন, ধুলা, যানবাহনের ধোঁয়া, গাছপালা না থাকা ঢাকাকে পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহরে পরিণত করেছে। সড়ক ও নৌপথের দুর্ঘটনায় নিয়মিত প্রাণহানি ঘটছে। এ কারণে ভ্রমণও ভীতিকর হয়ে উঠেছে।

বাংলাদেশের জনসংখ্যার তিন ভাগের এক ভাগের বয়স ১৫ থেকে ৩৫ বছর। আগামী ১৫ বছর পর তারাই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালন করবেন। তরুণ সমাজই উদ্ভাবনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমাধানের বিকল্প শক্তি।

সুস্থ সবল, নির্ভীক, সৎ, নিরপেক্ষ, স্বপ্নচারী তারুণ্যের জয় হোক।

মুকুল

শিক্ষার্থী,

বাবুগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

তারুণ্যের জয় হোক

নতুন বছরে তারুণ্যের চোখে ভাসছে নতুন নতুন পরিকল্পনা। গত বছরের পাওয়া না-পাওয়ার স্মৃতি ঝেড়ে ফেলে নতুন আশায় বুক বেঁধেছে সবাই। অসম্ভবকে সম্ভব করতে ঝুঁকি নিতে পারে শুধু তারুণ্য। নওজোয়ানদের অসাধ্য কিছু নেই। প্রথা ভাঙায় দুঃসাহস দেখাতে পারে শুধু তরুণেরাই। স্থলে, পানিতে ও মহাকাশে-যে কোন অভিযানে অভিযাত্রী হওয়ার যোগ্য শুধু তরুণেরাই।

শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে তরুণদের উদ্বেগ অনেক বেশি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লেখাপড়ার মান কমে গেছে, শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ কমিয়ে দিয়েছে। তরুণেরা বলছেন, ধুলা, যানবাহনের ধোঁয়া, গাছপালা না থাকা ঢাকাকে পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহরে পরিণত করেছে। সড়ক ও নৌপথের দুর্ঘটনায় নিয়মিত প্রাণহানি ঘটছে। এ কারণে ভ্রমণও ভীতিকর হয়ে উঠেছে।

বাংলাদেশের জনসংখ্যার তিন ভাগের এক ভাগের বয়স ১৫ থেকে ৩৫ বছর। আগামী ১৫ বছর পর তারাই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালন করবেন। তরুণ সমাজই উদ্ভাবনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমাধানের বিকল্প শক্তি।

সুস্থ সবল, নির্ভীক, সৎ, নিরপেক্ষ, স্বপ্নচারী তারুণ্যের জয় হোক।

মুকুল

শিক্ষার্থী,

বাবুগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ