লবণ চাষিদের ঋণ দিবে বিসিক

প্রান্তিক লবণ চাষিদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে স্বল্পসুদে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব কেএম আলী আজম। তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষিদের ঋণ বিতরণের জন্য বিসিক নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিবে। পর্যায়ক্রমে এ তহবিলের পরিমাণ বাড়ানো হবে। গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে লবণশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় কেএম আলী আজম এসব কথা বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ইতোমধ্যে প্রান্তিক লবণ চাষিদের মধ্যে দশ লাখ টাকা বিতরণের মাধ্যমে গত বৃহস্পতিবার এ ঋণ কর্মসূচি শুরু করেছে। বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান প্রাান্তিক লবণ চাষিদের মাঝে ঋণের চেক বিতরণের মাধ্যমে এ ঋণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

শিল্পসচিব বলেন, সরকারিভাবে ১ লাখ মেট্রিক টন লবণ ধারণক্ষমতা সম্পূর্ণ বাফার গুদাম তৈরি করার পরিকল্পনা হাতে নিবে শিল্প মন্ত্রণালয়। সেই সঙ্গে লবণের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে শিল্প মন্ত্রণালয়। দেশের লবণশিল্পকে পুনরুজ্জীবিত করতে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে শিল্পসচিব কেএম আলী আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লবণ চাষিদের প্রতি সহনশীল। তিনি লবণ চাষিদের খোঁজ-খবর নেন। লবণশিল্প ও চাষিদের বাঁচাতে কাজ করছে সরকার।

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় শিল্পসচিব বলেন, আমরা লবণশিল্পে জন্য পলিসি সাপোর্ট দিতে চাই। এই মাসের মধ্যে বসব। সবার মতামত নেব। দেশের লবণকে শক্তিশালী অবস্থানে নেয়া হবে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসান, এনডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী।

বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় লবণমিল মালিকদের পক্ষে বক্তব্য দেন- মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, বাংলাদেশ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, ইসলামপুর লবণমিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সাবেক সহসভাপতি নুরুল আবছার হেলালী, মিলার ফরিদুল আলম, কাজি আবুল মাসুদ, শরীফ বাদশা, আবদুল গফুর প্রমুখ। সভায় লবণের জাতীয় চাহিদা নির্ণয়, চাষিদের অর্থঋণ প্রদান, লবণের বাজারমূল্য নির্ধারণ, স্বল্পমূল্যে পলিথিন সরবরাহ এবং মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে লবণমিল মালিক ও চাষিরা।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

লবণ চাষিদের ঋণ দিবে বিসিক

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

প্রান্তিক লবণ চাষিদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে স্বল্পসুদে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব কেএম আলী আজম। তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষিদের ঋণ বিতরণের জন্য বিসিক নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিবে। পর্যায়ক্রমে এ তহবিলের পরিমাণ বাড়ানো হবে। গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে লবণশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় কেএম আলী আজম এসব কথা বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ইতোমধ্যে প্রান্তিক লবণ চাষিদের মধ্যে দশ লাখ টাকা বিতরণের মাধ্যমে গত বৃহস্পতিবার এ ঋণ কর্মসূচি শুরু করেছে। বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান প্রাান্তিক লবণ চাষিদের মাঝে ঋণের চেক বিতরণের মাধ্যমে এ ঋণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

শিল্পসচিব বলেন, সরকারিভাবে ১ লাখ মেট্রিক টন লবণ ধারণক্ষমতা সম্পূর্ণ বাফার গুদাম তৈরি করার পরিকল্পনা হাতে নিবে শিল্প মন্ত্রণালয়। সেই সঙ্গে লবণের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে শিল্প মন্ত্রণালয়। দেশের লবণশিল্পকে পুনরুজ্জীবিত করতে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে শিল্পসচিব কেএম আলী আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লবণ চাষিদের প্রতি সহনশীল। তিনি লবণ চাষিদের খোঁজ-খবর নেন। লবণশিল্প ও চাষিদের বাঁচাতে কাজ করছে সরকার।

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় শিল্পসচিব বলেন, আমরা লবণশিল্পে জন্য পলিসি সাপোর্ট দিতে চাই। এই মাসের মধ্যে বসব। সবার মতামত নেব। দেশের লবণকে শক্তিশালী অবস্থানে নেয়া হবে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসান, এনডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী।

বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় লবণমিল মালিকদের পক্ষে বক্তব্য দেন- মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, বাংলাদেশ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, ইসলামপুর লবণমিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সাবেক সহসভাপতি নুরুল আবছার হেলালী, মিলার ফরিদুল আলম, কাজি আবুল মাসুদ, শরীফ বাদশা, আবদুল গফুর প্রমুখ। সভায় লবণের জাতীয় চাহিদা নির্ণয়, চাষিদের অর্থঋণ প্রদান, লবণের বাজারমূল্য নির্ধারণ, স্বল্পমূল্যে পলিথিন সরবরাহ এবং মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে লবণমিল মালিক ও চাষিরা।