নাওয়া-খাওয়া ভুলে প্রার্থী এখন ভোটারদের দ্বারে

জমে উঠছে নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মনোহরদী পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা উঠান বৈঠকসহ মতবিনিময় সভা, কর্মী সমাবেশ, দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ছবি এবং প্রতীক সম্বলিত, বিলবোর্ড, ফেস্টুন আর পোস্টারে ছেয়েগেছে পৌরসভার অলিগলি। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সব মিলিয়ে মনোহরদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া পৌষের শীতকে পরাজিত করেছে বলে মনে হয়। মনোহরদী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভায় মোট ভোটার ১৩৭৯৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ব্যুথে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মাহমুদুল হক (ধানের শীষ), বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল মান্নান(হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

আরও খবর
পিয়াজের উৎপাদন খরচ তুলতে না পেরে দিশেহারা কৃষক
তুলার ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি!
এসএমপির সব থানার ওসিকে একযোগে বদলি
মান্দায় পানের বরজে গাঁজা গাছ : আটক ১
ভালুকায় মুজিবর্ষে ঘর পাচ্ছেন ১৯৯ গৃহহীন
কক্সবাজারে পর্নোগ্রাফি আইনে ছাত্রলীগের সাবেক নেতা আটক
দশমিনায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা
দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত
দশমিনায় ২ পুলিশকর্তা সাময়িক বরখাস্ত
রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে বামগণতান্ত্রিক জোটের সমাবেশ
বালিয়াকান্দিতে এক মাসেই অর্ধশতাধিক বিবাহ বিচ্ছেদ
কাঁচাবাজারে দরপতন চালের বাজার ঊর্ধ্বমুখী
চামড়া প্রক্রিয়াজাতকরণের লবণ বিক্রি হচ্ছে খোলা বাজারে!
সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

পৌর নির্বাচন-২০২০

নাওয়া-খাওয়া ভুলে প্রার্থী এখন ভোটারদের দ্বারে

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)

জমে উঠছে নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মনোহরদী পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা উঠান বৈঠকসহ মতবিনিময় সভা, কর্মী সমাবেশ, দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ছবি এবং প্রতীক সম্বলিত, বিলবোর্ড, ফেস্টুন আর পোস্টারে ছেয়েগেছে পৌরসভার অলিগলি। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সব মিলিয়ে মনোহরদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া পৌষের শীতকে পরাজিত করেছে বলে মনে হয়। মনোহরদী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভায় মোট ভোটার ১৩৭৯৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ব্যুথে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মাহমুদুল হক (ধানের শীষ), বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল মান্নান(হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।