ভাতা প্রদানের নাগরিক সচেতনতায় নাদিয়া

একটি জনসচেতনতামূলক কাজের মধ্য দিয়ে শুরু হয়েছে নাদিয়ার ইংরেজি নতুন বছরের কাজ। আলী ইমরানের পরিচালনায় দেশের ভাতাপ্রাপ্ত নাগরিকদের সচেতনের লক্ষ্যে জিটুপির মাধ্যমে ভাতা সংগ্রহ বিষয়ে নির্মিত একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন তিনি।

নাদিয়া আহমেদ বলেন, ‘অনেক বয়স্ক নারী-পুরুষ, বিধাব মহিলাসহ অনেকেই নিজে তাদের ভাতা সংগ্রহ করতে পারেন না। যে কারণে নানান রকমের দালাল সেই সুযোগে অনেকেরই অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। এখন সেই ভাতা সংগ্রহ করা কোন জটিল বিষয় নয়। খুব সহজেই যে কেউ জিটুপির মাধ্যমে খুব তাগাতাড়ি সরকারি ভাতা কোনরকম জটিলতা ছাড়াই সংগ্রহ করতে পারবেন। এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই আমি এই তথ্যচিত্রে অভিনয় করেছি। দেশের নাগরিকেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কাজ করার মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করে। ধন্যবাদ এ কাজটির সাথে সংশ্লিষ্ট সবাইকে।’

নাদিয়া আহমেদ জানান, এ তথ্যচিত্রে তার দাদীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এদিকে আজ থেকে টানা সাত দিন আকাশ রঞ্জন পরিচালিত নাদিয়া আহমেদ অভিনীত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাল ভিডিও’ প্রতিদিন সন্ধ্যা সাতটায় বৈশাখী টিভিতে প্রচার হবে। এদিকে এরইমধ্যে নাদিয়া আহমেদ হারুন রুশোর পরিচালনায় একটি খণ্ড নাটক ও দু’টি নাটিকায় অভিনয় করেছেন। নাটকের নাম ‘খুঁজি তোমায়’ এবং নাটিকা দুটির নাম হচ্ছে ‘মহাজনি কারবার’ ও ‘জামিনদার’। আগামী ১২ ও ১৩ জানুয়ারি নাদিয়া শরীফুল ইসলাম রুমীর পরিচালনায় আরেকটি খণ্ড-নাটকের শুটিংয়ে অংশ নেবেন। ১৬ ও ১৭ জানুয়ারি অনন্য ইমনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’র শুটিংয়ে, ১৮ ও ১৯ জানুয়ারি সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ধারাবাহিকের এবং পরবর্তীতে ফরিদুল হাসানের ‘বাহান’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিবেন।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

ভাতা প্রদানের নাগরিক সচেতনতায় নাদিয়া

বিনোদন প্রতিবেদক |

image

একটি জনসচেতনতামূলক কাজের মধ্য দিয়ে শুরু হয়েছে নাদিয়ার ইংরেজি নতুন বছরের কাজ। আলী ইমরানের পরিচালনায় দেশের ভাতাপ্রাপ্ত নাগরিকদের সচেতনের লক্ষ্যে জিটুপির মাধ্যমে ভাতা সংগ্রহ বিষয়ে নির্মিত একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন তিনি।

নাদিয়া আহমেদ বলেন, ‘অনেক বয়স্ক নারী-পুরুষ, বিধাব মহিলাসহ অনেকেই নিজে তাদের ভাতা সংগ্রহ করতে পারেন না। যে কারণে নানান রকমের দালাল সেই সুযোগে অনেকেরই অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। এখন সেই ভাতা সংগ্রহ করা কোন জটিল বিষয় নয়। খুব সহজেই যে কেউ জিটুপির মাধ্যমে খুব তাগাতাড়ি সরকারি ভাতা কোনরকম জটিলতা ছাড়াই সংগ্রহ করতে পারবেন। এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই আমি এই তথ্যচিত্রে অভিনয় করেছি। দেশের নাগরিকেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কাজ করার মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করে। ধন্যবাদ এ কাজটির সাথে সংশ্লিষ্ট সবাইকে।’

নাদিয়া আহমেদ জানান, এ তথ্যচিত্রে তার দাদীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এদিকে আজ থেকে টানা সাত দিন আকাশ রঞ্জন পরিচালিত নাদিয়া আহমেদ অভিনীত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাল ভিডিও’ প্রতিদিন সন্ধ্যা সাতটায় বৈশাখী টিভিতে প্রচার হবে। এদিকে এরইমধ্যে নাদিয়া আহমেদ হারুন রুশোর পরিচালনায় একটি খণ্ড নাটক ও দু’টি নাটিকায় অভিনয় করেছেন। নাটকের নাম ‘খুঁজি তোমায়’ এবং নাটিকা দুটির নাম হচ্ছে ‘মহাজনি কারবার’ ও ‘জামিনদার’। আগামী ১২ ও ১৩ জানুয়ারি নাদিয়া শরীফুল ইসলাম রুমীর পরিচালনায় আরেকটি খণ্ড-নাটকের শুটিংয়ে অংশ নেবেন। ১৬ ও ১৭ জানুয়ারি অনন্য ইমনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’র শুটিংয়ে, ১৮ ও ১৯ জানুয়ারি সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ধারাবাহিকের এবং পরবর্তীতে ফরিদুল হাসানের ‘বাহান’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিবেন।