সালমার আরেক স্বপ্ন পূরণ হচ্ছে

অনেক দিন ধরেই সালমা স্বপ্ন দেখছিলেন মনের মতো একটি রিসোর্ট তৈরি করবেন। এবার সেটি হচ্ছে। ইতোমধ্যে জমি নির্ধারণসহ পার্ক নির্মাণ প্রায় শেষ। জানালেন, চলতি বছরের মাঝামাঝি এটি উন্মুক্ত করা সম্ভব হবে।

সালমা গণমাধ্যমকে বললেন, অনেক দিন ধরেই এমন একটি পরিকল্পনা করছিলাম। অবশেষে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ক’দিন আগেই রিসোর্টটির কাজ শুরু করেছি। এর নাম দিয়েছি ‘ইউরোপিয়ান পার্ক’। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে এটির কাজ শেষ হবে। এর পরপরই রিসোর্টটি উন্মুক্ত করতে পারবো। ময়মনসিংহের হালুয়াঘাটে এটি তৈরি হচ্ছে। ব্যক্তিগত সময় কাটানো ছাড়াও এটি সর্বসাধারণ ব্যবহার করতে পারবেন। সালমা আরও বলেন, ‘আগে পার্কের ব্যবস্থাপনাটি ঠিকঠাক করছি। এই কাজটিই অনেক বড় পরিসরে হচ্ছে। এছাড়াও কয়েকটি কটেজ এখানে থাকবে। সেটার কাজও পাশাপাশি চলবে।’

সম্প্রতি ‘হায়দার’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের কথা লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। সুর-সংগীত করেছেন সোহেল রাজ। আর ক’দিন আগে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘রঙ্গিলা বাড়ই-২’। এতে তার সহশিল্পী সোহাগ। দেলোয়ার শাহনেওয়াজের কথা ও সুরে গানটির সংগীত করেছেন রাফি মোহাম্মদ।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

সালমার আরেক স্বপ্ন পূরণ হচ্ছে

বিনোদন প্রতিবেদক |

image

অনেক দিন ধরেই সালমা স্বপ্ন দেখছিলেন মনের মতো একটি রিসোর্ট তৈরি করবেন। এবার সেটি হচ্ছে। ইতোমধ্যে জমি নির্ধারণসহ পার্ক নির্মাণ প্রায় শেষ। জানালেন, চলতি বছরের মাঝামাঝি এটি উন্মুক্ত করা সম্ভব হবে।

সালমা গণমাধ্যমকে বললেন, অনেক দিন ধরেই এমন একটি পরিকল্পনা করছিলাম। অবশেষে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ক’দিন আগেই রিসোর্টটির কাজ শুরু করেছি। এর নাম দিয়েছি ‘ইউরোপিয়ান পার্ক’। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে এটির কাজ শেষ হবে। এর পরপরই রিসোর্টটি উন্মুক্ত করতে পারবো। ময়মনসিংহের হালুয়াঘাটে এটি তৈরি হচ্ছে। ব্যক্তিগত সময় কাটানো ছাড়াও এটি সর্বসাধারণ ব্যবহার করতে পারবেন। সালমা আরও বলেন, ‘আগে পার্কের ব্যবস্থাপনাটি ঠিকঠাক করছি। এই কাজটিই অনেক বড় পরিসরে হচ্ছে। এছাড়াও কয়েকটি কটেজ এখানে থাকবে। সেটার কাজও পাশাপাশি চলবে।’

সম্প্রতি ‘হায়দার’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের কথা লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। সুর-সংগীত করেছেন সোহেল রাজ। আর ক’দিন আগে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘রঙ্গিলা বাড়ই-২’। এতে তার সহশিল্পী সোহাগ। দেলোয়ার শাহনেওয়াজের কথা ও সুরে গানটির সংগীত করেছেন রাফি মোহাম্মদ।