বাজারে আসছে কেরিচো গোল্ড টি

দেশের বাজারে শীঘ্রই আসছে কেনিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় কেরিচো গোল্ড টি। প্রায় ৪৫ ধরনের প্রিমিয়াম টি দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। কেরিচো গোল্ডের সব ধরনের চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস ‘লিভহেলদিবিডি ডটকম’ (িি.িষরাবযবধষঃযুনফ.পড়স) সাইটে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টি আর ট্রেড আমদানি করছে। শীঘ্রই প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে।

টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশে প্রতিদিন প্রায় সাড়ে দশ কোটি মানুষ চায়ের কাপে চুমুক দেন। চা পানে অভ্যস্ত আমরা অনেকেই। অনেকের সকাল শুরু হয় চা পানের মধ্য দিয়ে। টি আর ট্রেড চা প্রেমীদের চা পানে নতুনত্ব আনতেই কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা আমদানি করছে। আমদানি করা এই চায়ের মধ্যে কেরিচো গোল্ডের প্রায় ৪৫টি ফ্লেভারের চা থাকবে যা চা প্রেমীদের মাঝে একটি নতুন মাত্রা যোগ করবে। যেমন- ডেটক্স, নাইট টাইম, মর্নিং টাইম, ইরোস, লাভ টি, হ্যাংওভার টি, স্টবেরি টি, গ্রিন টি, রিফ্রেশিং গ্রিন টি চকলেট টি, ক্যামোমাইল টি, স্লিম টি, নার্সিং টি’সহ বিভিন্ন প্রকারের টি।

তিনি আরও বলেন, টিআর ট্রেডের সিস্টার কনসার্ন ই-কমার্স সাইট ‘লিভহেলদিবিডি ডটকম’তে প্রি-বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ১০% ছাড়। এছাড়া সরাসরিও পাওয়া যাবে এই ঠিকানায় বাড়ি নং-৬২, রোড নং-২০, উত্তরা-১১, ঢাকা। ফোন-০১৮১০০৬৩৫০১ এবং ০১৮১০০৬৩৫০২।

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

বাজারে আসছে কেরিচো গোল্ড টি

image

দেশের বাজারে শীঘ্রই আসছে কেনিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় কেরিচো গোল্ড টি। প্রায় ৪৫ ধরনের প্রিমিয়াম টি দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। কেরিচো গোল্ডের সব ধরনের চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস ‘লিভহেলদিবিডি ডটকম’ (িি.িষরাবযবধষঃযুনফ.পড়স) সাইটে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টি আর ট্রেড আমদানি করছে। শীঘ্রই প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে।

টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশে প্রতিদিন প্রায় সাড়ে দশ কোটি মানুষ চায়ের কাপে চুমুক দেন। চা পানে অভ্যস্ত আমরা অনেকেই। অনেকের সকাল শুরু হয় চা পানের মধ্য দিয়ে। টি আর ট্রেড চা প্রেমীদের চা পানে নতুনত্ব আনতেই কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা আমদানি করছে। আমদানি করা এই চায়ের মধ্যে কেরিচো গোল্ডের প্রায় ৪৫টি ফ্লেভারের চা থাকবে যা চা প্রেমীদের মাঝে একটি নতুন মাত্রা যোগ করবে। যেমন- ডেটক্স, নাইট টাইম, মর্নিং টাইম, ইরোস, লাভ টি, হ্যাংওভার টি, স্টবেরি টি, গ্রিন টি, রিফ্রেশিং গ্রিন টি চকলেট টি, ক্যামোমাইল টি, স্লিম টি, নার্সিং টি’সহ বিভিন্ন প্রকারের টি।

তিনি আরও বলেন, টিআর ট্রেডের সিস্টার কনসার্ন ই-কমার্স সাইট ‘লিভহেলদিবিডি ডটকম’তে প্রি-বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ১০% ছাড়। এছাড়া সরাসরিও পাওয়া যাবে এই ঠিকানায় বাড়ি নং-৬২, রোড নং-২০, উত্তরা-১১, ঢাকা। ফোন-০১৮১০০৬৩৫০১ এবং ০১৮১০০৬৩৫০২।