১০ হাজার টাকার ব্যাটারির জন্য চালককে হত্যা

সংঘবদ্ধ অটোরিকশা চোর দলের সদস্যরা রাজধানীর আশপাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করছে। ছিনতাই করতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখলে এ চক্র চালককে হত্যা করছে। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষ।

গত শনিবার রাতে আশুলিয়া এলাকা থেকে পিবিআইয়ের অভিযানে ব্যাটারি ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সেলিম মিয়া। এর আগে মো. আলি হায়দার ওরফে নাহিদ হাসান নামে আরও এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকা- ও ব্যাটারি ছিনতাই সম্পর্কে নানা তথ্য দিয়েছেন।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গত বছর ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারী ছিনতাইকারী চক্রের সদস্য আলি হায়দার নাহিদ ও সেলিম মিয়া আশুলিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা ১৭০ টাকায় ভাড়া করে। রিকশাচালক শেখ মিন্টু যাত্রী বহনকারী রিকশা নিয়ে আশুলিয়াস্থ মোল্লা টাওয়ারের মাঝামাঝি জায়গা থেকে স্থানীয় গেরুয়া এলাকা যাচ্ছিল। পথে কিছুদূর যাওয়ার পর অন্ধকার রাস্তা খারাপ থাকায় রিকশাচালক শেখ মিন্টু আশুলিয়ার মোকামটেক পর্যন্ত যায়। এক পর্যায়ে রিকশাচালক অন্ধকার গলি দিয়ে যেতে অস্বীকার করে ভাড়া দাবি করে। তখন ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশায় যাত্রী বেশে থাকা ছিনতাইকারী চক্রের ব্যাটরি ছিনতাইকারী আলি হায়দার ওরফে নাহিদ তার কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে রিকশাচালক শেখ মিন্টুর পেটে ও গলায় কয়েকটা আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে ছিনতাইকারী চক্র জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের নিচে ফাঁকা জায়গা দিয়ে ঝাউবনে ঢুকে যায়। আর ঘটনাস্থলে অভিযুক্ত ছিনতাইকারী নাহিদ তার সেন্ডেল ও সুইচ গিয়ার চাকুটি পাশের জলাশয়ে ফেলে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই তদন্ত কর্মকর্তা জানান, পিবিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, ব্যাটারিচালিত অটো রিকশাচালক শেখ মিন্টু হত্যাকা-টি ছিল ক্লুলেস। গত ১৯ নভেম্বর প্রথম ক্লুলেস এ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। হত্যাকা-ে জড়িত ছিনতাইকারী চক্রের দলনেতা মো. আলি হায়দার ওরফে নাহিদ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবনবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে তার সঙ্গে জড়িত সহযোগী মো. সেলিম মিয়ার নাম বলেছে। এরপর গত শনিবার গভীররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকা-ে জড়িত সন্দেহভাজন আসামি সেলিম মিয়াকে সাভার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, এ চক্র ঢাকা ও কেরানীগঞ্জসহ আশপাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি ছিনতাই ও চুরি করে আসছিল। একটি ব্যাটারি ছিনতাই করতে পারলে পাচ্ছে ১০ হাজার টাকা। দুইটি ব্যাটারি ছিনতাই করতে পারলে ২০ হাজার টাকা। এ চক্র দীর্ঘদিন ধরে এ ব্যাটরি ছিনতাই করছে। মূল হোতা নাহিদের সহযোগী গ্রেফতারকৃত সেলিম মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন

১০ হাজার টাকার ব্যাটারির জন্য চালককে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক |

সংঘবদ্ধ অটোরিকশা চোর দলের সদস্যরা রাজধানীর আশপাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করছে। ছিনতাই করতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখলে এ চক্র চালককে হত্যা করছে। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষ।

গত শনিবার রাতে আশুলিয়া এলাকা থেকে পিবিআইয়ের অভিযানে ব্যাটারি ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সেলিম মিয়া। এর আগে মো. আলি হায়দার ওরফে নাহিদ হাসান নামে আরও এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকা- ও ব্যাটারি ছিনতাই সম্পর্কে নানা তথ্য দিয়েছেন।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গত বছর ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারী ছিনতাইকারী চক্রের সদস্য আলি হায়দার নাহিদ ও সেলিম মিয়া আশুলিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা ১৭০ টাকায় ভাড়া করে। রিকশাচালক শেখ মিন্টু যাত্রী বহনকারী রিকশা নিয়ে আশুলিয়াস্থ মোল্লা টাওয়ারের মাঝামাঝি জায়গা থেকে স্থানীয় গেরুয়া এলাকা যাচ্ছিল। পথে কিছুদূর যাওয়ার পর অন্ধকার রাস্তা খারাপ থাকায় রিকশাচালক শেখ মিন্টু আশুলিয়ার মোকামটেক পর্যন্ত যায়। এক পর্যায়ে রিকশাচালক অন্ধকার গলি দিয়ে যেতে অস্বীকার করে ভাড়া দাবি করে। তখন ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশায় যাত্রী বেশে থাকা ছিনতাইকারী চক্রের ব্যাটরি ছিনতাইকারী আলি হায়দার ওরফে নাহিদ তার কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে রিকশাচালক শেখ মিন্টুর পেটে ও গলায় কয়েকটা আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে ছিনতাইকারী চক্র জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের নিচে ফাঁকা জায়গা দিয়ে ঝাউবনে ঢুকে যায়। আর ঘটনাস্থলে অভিযুক্ত ছিনতাইকারী নাহিদ তার সেন্ডেল ও সুইচ গিয়ার চাকুটি পাশের জলাশয়ে ফেলে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই তদন্ত কর্মকর্তা জানান, পিবিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, ব্যাটারিচালিত অটো রিকশাচালক শেখ মিন্টু হত্যাকা-টি ছিল ক্লুলেস। গত ১৯ নভেম্বর প্রথম ক্লুলেস এ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। হত্যাকা-ে জড়িত ছিনতাইকারী চক্রের দলনেতা মো. আলি হায়দার ওরফে নাহিদ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবনবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে তার সঙ্গে জড়িত সহযোগী মো. সেলিম মিয়ার নাম বলেছে। এরপর গত শনিবার গভীররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকা-ে জড়িত সন্দেহভাজন আসামি সেলিম মিয়াকে সাভার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, এ চক্র ঢাকা ও কেরানীগঞ্জসহ আশপাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি ছিনতাই ও চুরি করে আসছিল। একটি ব্যাটারি ছিনতাই করতে পারলে পাচ্ছে ১০ হাজার টাকা। দুইটি ব্যাটারি ছিনতাই করতে পারলে ২০ হাজার টাকা। এ চক্র দীর্ঘদিন ধরে এ ব্যাটরি ছিনতাই করছে। মূল হোতা নাহিদের সহযোগী গ্রেফতারকৃত সেলিম মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।