গজারিয়ায় হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার ব্যবধানে রহস্য উদঘাটন গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজার সংলগ্ন শেখের বাড়ির পাশে জলাশয় থেকে হাছান (১৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ও ১০ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গজারিয়া থানা পুলিশ। গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ডোবা থেকে উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা ও ভিকটিম হাসানের মা হাসিনা বেগমের রাতে স্বপ্ন দেখার বিষয়, ভিকটিমের বাবা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভিকটিমের বাবা, মা,বোনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, ঘটনার দিন গত ২১/১২/২০২০ তারিখ তার মেয়ে শিলা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাহিরে গেলেতার বড় ভাই বর্ণিত ভিকটিম হাসান ধর্ষণের উদ্দেশে ঝাপটে ধরলে সে ডাক চিৎকার দেয়। চিৎকার শুনে তার মাএবং পিতা ঘর থেকে বের হয়ে ভিকটিম হাসান এর ঘরে প্রবেশ করে মা হাসানের পা ধরে রাখে পিতা নাকে মুখে বালিশ চাপা দেয় এবং বোন চাকু দিয়ে হাসানের পুরুষাঙ্গ কর্তন করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার জন্য বাড়ির পিছনে ডোবায় ফেলে রাখে। পরবর্তীতে বর্ণিত ঘটনার সঙ্গে জড়িত ভিকটিম হাসানের পিতা ১। মো. শামীম শিকদার (৪০), পিতা-লোকমান শিকদার, ২। হাসিনা বেগম (৩৮), স্বামী-মো. শামীম শিকদার, ৩। শিলা (১৫), পিতা-লোকমান শিকদার সর্ব সাং-বাজার হোসেন্দী (শেখের বাড়ি) বর্ণিত হত্যাকাণ্ড সংক্রান্ত ভিকটিমের ভাই হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যে হাসানের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও গামছা উদ্ধার করা হয়।

আরও খবর
কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কাগজে আছে বাস্তবে নেই
বরিশালে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব
সবজিসহ কাঁচাপণ্য বহনে রেলে চালু হচ্ছে লাগেজ ভ্যানের স্টপিজ
খুলনায় গরুর ক্ষুরা রোগ কমেছে দুধ মাংস
নিখোঁজের ১১ মাস পর প্রেমিকের সেপটিক ট্যাংকে প্রেমিকার মরদেহ
রাস্তার ৭০ ভাগ সম্পন্ন ২ ব্যক্তির বাধায় ব্যর্থ গ্রামবাসীর উদ্যোগ
সাতক্ষীরায় সড়কে হত ২, আহত ১০
সাতক্ষীরায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ১২ শয্যায় ভর্তি শতাধিক
চারঘাট বাজারের আধিপত্য বিবাদে সংঘর্ষ : নিহত ১
৭ দিনেও আইনি নোটিশের জবাব দেয়নি কর্তৃপক্ষ
রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ২
ঝিনাইদহে ১৪ বছর পর চালু সরকারি শিশু হাসপাতাল

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

গজারিয়ায় হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার ব্যবধানে রহস্য উদঘাটন গ্রেফতার ৩

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজার সংলগ্ন শেখের বাড়ির পাশে জলাশয় থেকে হাছান (১৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ও ১০ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গজারিয়া থানা পুলিশ। গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ডোবা থেকে উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা ও ভিকটিম হাসানের মা হাসিনা বেগমের রাতে স্বপ্ন দেখার বিষয়, ভিকটিমের বাবা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভিকটিমের বাবা, মা,বোনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, ঘটনার দিন গত ২১/১২/২০২০ তারিখ তার মেয়ে শিলা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাহিরে গেলেতার বড় ভাই বর্ণিত ভিকটিম হাসান ধর্ষণের উদ্দেশে ঝাপটে ধরলে সে ডাক চিৎকার দেয়। চিৎকার শুনে তার মাএবং পিতা ঘর থেকে বের হয়ে ভিকটিম হাসান এর ঘরে প্রবেশ করে মা হাসানের পা ধরে রাখে পিতা নাকে মুখে বালিশ চাপা দেয় এবং বোন চাকু দিয়ে হাসানের পুরুষাঙ্গ কর্তন করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার জন্য বাড়ির পিছনে ডোবায় ফেলে রাখে। পরবর্তীতে বর্ণিত ঘটনার সঙ্গে জড়িত ভিকটিম হাসানের পিতা ১। মো. শামীম শিকদার (৪০), পিতা-লোকমান শিকদার, ২। হাসিনা বেগম (৩৮), স্বামী-মো. শামীম শিকদার, ৩। শিলা (১৫), পিতা-লোকমান শিকদার সর্ব সাং-বাজার হোসেন্দী (শেখের বাড়ি) বর্ণিত হত্যাকাণ্ড সংক্রান্ত ভিকটিমের ভাই হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যে হাসানের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও গামছা উদ্ধার করা হয়।