আবারও অনুদানের সিনেমায় রুনা খান

পঙ্কজ পালিত তার নিজের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় গত ৮ জানুয়ারি থেকে শুরু করেছেন তার প্রথম সিনেমা ‘একটি না বলা গল্প’র কাজ। এ সিনেমায় অভিনয় করছেন রুনা খান। তিনি অভিনয় করছেন আরিফা চরিত্রে। সরকারি অনুদানের ছবি হিসেবে এটি তার অভিনীত অনুদানের পাঁচ নম্বর সিনেমা।

এ সিনেমাতে কাজ করা নিয়ে রুনা খান বলেন, ‘এর আগে আমি ছিটকিনি নামক একটি সিনেমায় কাজ করেছিলাম। যার সিমোটোগ্রাফি করেছিলেন শ্রদ্ধেয় পঙ্কজ পালিত। একটি না বলা গল্প তারই প্রথম সিনেমা। গল্পটা এক কথায় খুবই ভালো, আমার চরিত্রটাও চমৎকার। সবমিলিয়ে কাজটিও খুউব ভালো হচ্ছে, যে কারণে আমার কাজটি করতে ভীষণ ভালোলাগছে।’

এদিকে আজ রুনা খানের জন্মদিন। কিন্তু এবারই প্রথম তিনি পরিবারের বাইরে জন্মদিনের সময়টা কাটাবেন। কারণ নবাবগঞ্জের দোহারে ‘একটি না বলা গল্প’ সিনেমার কাজ নিয়েই তাকে ব্যস্ত থাকতে হবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। বছরের শুরুতেই শেষ হয়ে গেলো রুনা খান অভিনীত এই সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’র শেষ লটের কাজ। এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে অনেক শিল্পীই রুনা খানের পরিবারের অংশ হয়ে গিয়েছেন। রুনা খান অভিনীত সরকারি অনুদানের সিনেমাগুলো হচ্ছে- সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাতে অভিনয়ের জন্য রুনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এদিকে রুনা খান এরই মধ্যে আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘শান্তি নীড়’ এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘স্বর্ণ মানব ৪’ নাটকের কাজ শেষ করেছেন; যার গল্প লিখেছেন ভ্যাট ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন ও অডিটের ডিজি ড. মঈনুল খান।

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

আবারও অনুদানের সিনেমায় রুনা খান

বিনোদন প্রতিবেদক |

image

পঙ্কজ পালিত তার নিজের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় গত ৮ জানুয়ারি থেকে শুরু করেছেন তার প্রথম সিনেমা ‘একটি না বলা গল্প’র কাজ। এ সিনেমায় অভিনয় করছেন রুনা খান। তিনি অভিনয় করছেন আরিফা চরিত্রে। সরকারি অনুদানের ছবি হিসেবে এটি তার অভিনীত অনুদানের পাঁচ নম্বর সিনেমা।

এ সিনেমাতে কাজ করা নিয়ে রুনা খান বলেন, ‘এর আগে আমি ছিটকিনি নামক একটি সিনেমায় কাজ করেছিলাম। যার সিমোটোগ্রাফি করেছিলেন শ্রদ্ধেয় পঙ্কজ পালিত। একটি না বলা গল্প তারই প্রথম সিনেমা। গল্পটা এক কথায় খুবই ভালো, আমার চরিত্রটাও চমৎকার। সবমিলিয়ে কাজটিও খুউব ভালো হচ্ছে, যে কারণে আমার কাজটি করতে ভীষণ ভালোলাগছে।’

এদিকে আজ রুনা খানের জন্মদিন। কিন্তু এবারই প্রথম তিনি পরিবারের বাইরে জন্মদিনের সময়টা কাটাবেন। কারণ নবাবগঞ্জের দোহারে ‘একটি না বলা গল্প’ সিনেমার কাজ নিয়েই তাকে ব্যস্ত থাকতে হবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। বছরের শুরুতেই শেষ হয়ে গেলো রুনা খান অভিনীত এই সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’র শেষ লটের কাজ। এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে অনেক শিল্পীই রুনা খানের পরিবারের অংশ হয়ে গিয়েছেন। রুনা খান অভিনীত সরকারি অনুদানের সিনেমাগুলো হচ্ছে- সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাতে অভিনয়ের জন্য রুনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এদিকে রুনা খান এরই মধ্যে আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘শান্তি নীড়’ এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘স্বর্ণ মানব ৪’ নাটকের কাজ শেষ করেছেন; যার গল্প লিখেছেন ভ্যাট ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন ও অডিটের ডিজি ড. মঈনুল খান।