৪০০ পর্বে সঞ্জিত’র ‘চিটিং মাস্টার’

২০১৮ সালে স্বাধীনতার মাসে আরটিভিতে গু সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় প্রচার শুরু হয়েছিলো ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। দেখতে দেখতে ধারাবাহিকটি প্রচারের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে ১৩ জানুয়ারি ৪০০তম পর্ব প্রচার হবে আরটিভির পর্দায়। যে কারণে মাঝপথে বন্ধ হয়ে যাবার কথা থাকলেও ‘চিটিং মাস্টার’ দর্শকের জনপ্রিয়তার কারণে এখনো প্রচারেই আছে নিয়মিত। ১৩ জানুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে ‘চিটিং মাস্টার’র বিশেষ পর্বটি প্রচার হবে। এর আগে সঞ্জিত সরকারের ‘ইতি দুলাভাই’ নাটকটি ১৫০ পর্ব পর্যন্ত প্রচার হয়েছিলো। কিন্তু ২০০-এর অধিক কিংবা ৪০০তম পর্ব প্রচার হওয়া তার জীবনে এটাই প্রথম। সঞ্জিত সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘একটি ধারাবাহিক ৪০০তম পর্বে আসা একজন নির্মাতার জন্য মাইলফলক ছোঁয়ার মতো বিষয়। এটাই আমার জন্য আমি মনে করি অনেক বড় প্রাপ্তি। আমি আরটিভি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আরফান আহমেদ, আখম হাসান, মনিরা মিঠু আপা, আব্দুল্লাহ রানা ভাই, নাদিয়া নদী ও তারিক স্বপনের কাছে।

কারণ তারাই মূলত শুরুতে নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন। পরবর্তীতে যারা বিভিন্ন সময়ে নাটকের সাথে সম্পৃক্ত হয়েছেন যেমন- সাজু খাদেম, প্রাণ রায়, নিলয়, মমো আপা, আইরিন তানিসহ অনেকে। তারাও নাটকটির দর্শকপ্রিয়তার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছেন। সত্যি কথা বলতে কী, একটি নাটক নির্মাণের ক্ষেত্রে ইউনিটের প্রত্যেকেরই আলাদাভাবে ভূমিকা থাকে। তাই পুরো ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞ।’

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

৪০০ পর্বে সঞ্জিত’র ‘চিটিং মাস্টার’

বিনোদন প্রতিবেদক |

image

২০১৮ সালে স্বাধীনতার মাসে আরটিভিতে গু সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় প্রচার শুরু হয়েছিলো ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। দেখতে দেখতে ধারাবাহিকটি প্রচারের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে ১৩ জানুয়ারি ৪০০তম পর্ব প্রচার হবে আরটিভির পর্দায়। যে কারণে মাঝপথে বন্ধ হয়ে যাবার কথা থাকলেও ‘চিটিং মাস্টার’ দর্শকের জনপ্রিয়তার কারণে এখনো প্রচারেই আছে নিয়মিত। ১৩ জানুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে ‘চিটিং মাস্টার’র বিশেষ পর্বটি প্রচার হবে। এর আগে সঞ্জিত সরকারের ‘ইতি দুলাভাই’ নাটকটি ১৫০ পর্ব পর্যন্ত প্রচার হয়েছিলো। কিন্তু ২০০-এর অধিক কিংবা ৪০০তম পর্ব প্রচার হওয়া তার জীবনে এটাই প্রথম। সঞ্জিত সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘একটি ধারাবাহিক ৪০০তম পর্বে আসা একজন নির্মাতার জন্য মাইলফলক ছোঁয়ার মতো বিষয়। এটাই আমার জন্য আমি মনে করি অনেক বড় প্রাপ্তি। আমি আরটিভি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আরফান আহমেদ, আখম হাসান, মনিরা মিঠু আপা, আব্দুল্লাহ রানা ভাই, নাদিয়া নদী ও তারিক স্বপনের কাছে।

কারণ তারাই মূলত শুরুতে নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন। পরবর্তীতে যারা বিভিন্ন সময়ে নাটকের সাথে সম্পৃক্ত হয়েছেন যেমন- সাজু খাদেম, প্রাণ রায়, নিলয়, মমো আপা, আইরিন তানিসহ অনেকে। তারাও নাটকটির দর্শকপ্রিয়তার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছেন। সত্যি কথা বলতে কী, একটি নাটক নির্মাণের ক্ষেত্রে ইউনিটের প্রত্যেকেরই আলাদাভাবে ভূমিকা থাকে। তাই পুরো ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞ।’