রেশম শিল্পের ঐতিহ্য ধরে রাখতে তাঁতীদের সহায়তা করা হবে পাট ও বস্ত্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, রেশম শিল্পের ঐতিহ্য ধরে রাখতে হবে। তাঁত শিল্প বাঙালি জাতির ঐতিহ্য। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। রেশম উৎপাদনের খরচ কমিয়ে এ শিল্পকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় তার জন্য কাজ করতে হবে। গতকাল বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার লাহারপুর তাঁতিপাড়ায় তাঁতি, রিলার ও বসনীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, রেশম শিল্পকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। যাতে ভবিষ্যতে অনেকে এই মডেল অনুসরণ করতে পারে। মন্ত্রী আরও বলেন, রেশম শিল্পের উন্নয়নে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। তাঁতিদের পারিশ্রমিক দিন দিন কমে যাওয়ায় তারা নিরুৎসাহিত হয়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁতিদের ঋণের পরিমাণ বাড়াতে হবে। তাহলে তারা বিমুখ হবে না। -

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

রেশম শিল্পের ঐতিহ্য ধরে রাখতে তাঁতীদের সহায়তা করা হবে পাট ও বস্ত্রমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক

চাঁপাইনবাবগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, রেশম শিল্পের ঐতিহ্য ধরে রাখতে হবে। তাঁত শিল্প বাঙালি জাতির ঐতিহ্য। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। রেশম উৎপাদনের খরচ কমিয়ে এ শিল্পকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় তার জন্য কাজ করতে হবে। গতকাল বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার লাহারপুর তাঁতিপাড়ায় তাঁতি, রিলার ও বসনীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, রেশম শিল্পকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। যাতে ভবিষ্যতে অনেকে এই মডেল অনুসরণ করতে পারে। মন্ত্রী আরও বলেন, রেশম শিল্পের উন্নয়নে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। তাঁতিদের পারিশ্রমিক দিন দিন কমে যাওয়ায় তারা নিরুৎসাহিত হয়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁতিদের ঋণের পরিমাণ বাড়াতে হবে। তাহলে তারা বিমুখ হবে না। -