পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ জারিকারকের

মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন ও আব্দুস সোবহান নামে জেলা জজ আদালতের দুই জারিকারক নিহত হয়েছেন। এরমধ্যে আব্দুস সোবহান অবসরপ্রাপ্ত। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে জগথা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের মৃত ফয়সালের পুত্র। সোবহান সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে। তারা দুজনে একই মোটরসাইকেল যোগে আদালতের কাজে পীরগঞ্জে আসার পথে দুর্ঘটনার শিকার হন। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছার আগেই রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ লেভেল রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় দুর্ঘটনা ঘটেছে। দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জেলা জজশীপ, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ জারিকারকের

সংবাদদাতা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন ও আব্দুস সোবহান নামে জেলা জজ আদালতের দুই জারিকারক নিহত হয়েছেন। এরমধ্যে আব্দুস সোবহান অবসরপ্রাপ্ত। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে জগথা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের মৃত ফয়সালের পুত্র। সোবহান সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে। তারা দুজনে একই মোটরসাইকেল যোগে আদালতের কাজে পীরগঞ্জে আসার পথে দুর্ঘটনার শিকার হন। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছার আগেই রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ লেভেল রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় দুর্ঘটনা ঘটেছে। দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জেলা জজশীপ, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।